রাজবাড়ী প্রতিনিধি
বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’
বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’
এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
৭ মিনিট আগেরাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি মডেল অনুসরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
১০ মিনিট আগেতিন দিন পর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে ঢাকায় বৈঠকের পর আজ সোমবার বেলা ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়।
১৯ মিনিট আগেরাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেটের লাইন টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে অলিউর রহমান (২১) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ৩ট
২২ মিনিট আগে