নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার অভিযোগের মামলায় রাজবাড়ী বিএনপির নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এর ফলে স্মৃতির কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। পরদিন হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ৩১ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘স্মৃতির জামিনের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।’
উল্লেখ্য, রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী সম্পর্কে যেভাবে কুরুচিশীল বক্তব্য দিলেন, দিলেন বললে ভুল হবে, তিনি মাঝে মাঝেই এমন দুর্গন্ধযুক্ত কথা বলেন। তাকে আপনি আপনার জায়গা থেকে কোন জায়গায় রাখবেন? এইগুলো শুনে তাঁর মন্ত্রী মহোদয়েরা হাততালি দেন। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা কেউ ওনাকে কেউ শেখাতে পারে নাই। বাবা-মা সুসন্তান জন্ম না দিলে কবরে গিয়েও গালি শুনতে হয়।’
সামসুল আরেফিন চৌধুরী সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার অভিযোগের মামলায় রাজবাড়ী বিএনপির নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এর ফলে স্মৃতির কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। পরদিন হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ৩১ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘স্মৃতির জামিনের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।’
উল্লেখ্য, রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী সম্পর্কে যেভাবে কুরুচিশীল বক্তব্য দিলেন, দিলেন বললে ভুল হবে, তিনি মাঝে মাঝেই এমন দুর্গন্ধযুক্ত কথা বলেন। তাকে আপনি আপনার জায়গা থেকে কোন জায়গায় রাখবেন? এইগুলো শুনে তাঁর মন্ত্রী মহোদয়েরা হাততালি দেন। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা কেউ ওনাকে কেউ শেখাতে পারে নাই। বাবা-মা সুসন্তান জন্ম না দিলে কবরে গিয়েও গালি শুনতে হয়।’
সামসুল আরেফিন চৌধুরী সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।
আরও পড়ুন:
দীর্ঘ সময় পর হলেও চট্টগ্রাম প্রেসক্লাব নিয়ে সত্য প্রকাশ করায় তথ্য উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের আট সংগঠনের নেতারা। তাঁরা তথ্য উপদেষ্টাকে হাল ছেড়ে না দিয়ে এ ক্লাবকে লুটেরা ও দখলদার গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করে সচল করতে নির্বাচন অনুষ্ঠানের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
১১ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান পাঁচজনকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
১৬ মিনিট আগেরাজধানী ঢাকার নিউমার্কেট থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে‘আমরা শান্তি চাই, সহিংসতা আর নিতে পারছি না; সর্বস্বান্ত হয়ে গেছি’—এভাবেই কণ্ঠরুদ্ধ হয়ে কথাগুলো বলেন গুইমারা বাজারের কংলাপ্রু মারমা। রামসু বাজারে দুর্বৃত্তদের আগুনে তাঁর তিনটি দোকান ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে