পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর নাজিরপুর সড়কের প্রাইভেটকার খালে পড়ে নিহত আটজনের লাশ স্বজনদের হস্তান্তর করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গ থেকে দুই পরিবারের স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
লাশগুলো হস্তান্তর করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান। এ সময় সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন।
আইনি কার্যক্রম শেষ করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাওনের পরিবারের কাছে ৪ জনের মরদেহ এবং শেরপুরের মোতালেবের পরিবারের কাছে ৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন—শাওন (৩২) নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে, আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী, শাহাদাত (১০) শাওনের ছেলে, আব্দুল্লাহ (৩) শাওনের ছেলে।
এছাড়াও শেরপুরের নিহতরা হলেন—মো. মোতালেব (৪৫), শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে, সাবিনা (৩০) মোতালেবের স্ত্রী, মুক্তা (১২) মোতালেবের মেয়ে, সোয়াইব (২) নিহত মোতালেবের ছেলে।
নিহত শাওনের শাশুড়ি জাকিয়া বেগম বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে শাওন ও তার পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তখন তারা আমতলি ফেরিঘাটে ছিল। এরপর আর তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। গভীর রাতে কেউ ফোন করে বলে ওরা পানিতে ডুবে মারা গেছে। এমন মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়।’
নিহত শাওনের মামা কামরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আমার ভাগনের পরিবারের সদস্যদের মৃতদেহগুলো পেয়েছি। বাড়ি নিয়ে গোসল করিয়ে দাফন কাফন সম্পন্ন করা হবে।’
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, ‘পানিতে ডুবে মৃত দুই পরিবারের স্বজনদের মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল শেষে তাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে আমরা তাদের কাছে লাশ হস্তান্তর করি।’
উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে যায়। এতে দুই পরিবারের আটজন নিহত হন।
পিরোজপুর নাজিরপুর সড়কের প্রাইভেটকার খালে পড়ে নিহত আটজনের লাশ স্বজনদের হস্তান্তর করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গ থেকে দুই পরিবারের স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
লাশগুলো হস্তান্তর করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান। এ সময় সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন।
আইনি কার্যক্রম শেষ করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাওনের পরিবারের কাছে ৪ জনের মরদেহ এবং শেরপুরের মোতালেবের পরিবারের কাছে ৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন—শাওন (৩২) নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে, আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী, শাহাদাত (১০) শাওনের ছেলে, আব্দুল্লাহ (৩) শাওনের ছেলে।
এছাড়াও শেরপুরের নিহতরা হলেন—মো. মোতালেব (৪৫), শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে, সাবিনা (৩০) মোতালেবের স্ত্রী, মুক্তা (১২) মোতালেবের মেয়ে, সোয়াইব (২) নিহত মোতালেবের ছেলে।
নিহত শাওনের শাশুড়ি জাকিয়া বেগম বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে শাওন ও তার পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তখন তারা আমতলি ফেরিঘাটে ছিল। এরপর আর তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। গভীর রাতে কেউ ফোন করে বলে ওরা পানিতে ডুবে মারা গেছে। এমন মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়।’
নিহত শাওনের মামা কামরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আমার ভাগনের পরিবারের সদস্যদের মৃতদেহগুলো পেয়েছি। বাড়ি নিয়ে গোসল করিয়ে দাফন কাফন সম্পন্ন করা হবে।’
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, ‘পানিতে ডুবে মৃত দুই পরিবারের স্বজনদের মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল শেষে তাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে আমরা তাদের কাছে লাশ হস্তান্তর করি।’
উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে যায়। এতে দুই পরিবারের আটজন নিহত হন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁরা দেশটিকে ইলিশ মাছ দিচ্ছেন। তিনি বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে আমরা দিতে বাধ্য হচ্ছি।’
২৬ মিনিট আগেরাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী চলেছে প্রাণী ও প্রাণের মিলনমেলা। ব্যতিক্রমী এ্রই আয়োজন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর পৃষ্ঠপোষকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৬ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় ঊষামণি (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে লাশটি ভেসে উঠলে ডুবুরি দল তা উদ্ধার করে। বাকি তিনজনের সন্ধান এখনো মেলেনি। এদিকে স্পিডবোটডুবিতে বেঁচে ফেরা লোকজন অভিযোগ করেছেন,
১ ঘণ্টা আগেবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের যৌথ অভিযানে আজ শনিবার বিকেলে রূপগঞ্জের তারাব শবনম মিলসংলগ্ন নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে