মো. তামিম সরাদার, পিরোজপুর
পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ শয্যা নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে নতুন ভবনে ৫০ শয্যায় উন্নীত হয়। ২০০৫ সালে একে ১০০ শয্যার হাসপাতাল ঘোষণা দেওয়া হয়। ২০১৭ সালে সরকার তা বাড়িয়ে ২৫০ শয্যা করার ঘোষণা দেয়।
সে অনুযায়ী পিরোজপুর গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করে সাততলা ভবনের নির্মাণকাজ শুরু করে। পরে ভবন সম্প্রসারণ করে বাড়ানো হয় আরও দুই তলা। ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তিন দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয় কাজ। মেসার্স খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে কাজটি করে। কিন্তু এখনো ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। পরিকল্পনা অনুযায়ী, এই ভবনে পুরো হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে।
বর্তমানে পুরোনো ভবনে প্রতিদিন সহস্রাধিক রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে ভর্তি হওয়া রোগীদের অনেকে শয্যা পাচ্ছে না। ভর্তি রোগী রোকেয়া ঝরনা বলেন, ‘বেড না পেয়ে মেঝেতে পড়ে আছি। রোগীর অনেক চাপ, তাই বেড দিতে পারছে না। নতুন হাসপাতালটি চালু হওয়া অনেক জরুরি। বছরের পর বছর গেলেও হাসপাতালটি চালু হচ্ছে না। মনে হয় দেখার কেউ নেই।’
এ নিয়ে কথা হলে স্থানীয় বাসিন্দা মাহাবুব মিয়া বলেন, ‘হাসপাতালের কাজ চলছে তো চলছে। কবে শেষ হবে জানি না। জেলার ১৫ লাখের বেশি বাসিন্দার জন্য হাসপাতালটি চালু করা অতি জরুরি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আর কালক্ষেপণ না করে অতি দ্রুত হাসপাতালটি চালু করা হোক।’
এদিকে শুধু শয্যা নয়, চিকিৎসক-সংকটেও ভুগছে হাসপাতালটি। এক রোগীর স্বজন খোকন মিয়া বলেন, ‘ডাক্তার নেই, সিট নেই বলে রোগী পাঠিয়ে দেয় বরিশাল-খুলনায়। চোখের ডাক্তার নেই, কার্ডিওলজির ডাক্তার নেই, অর্থোপেডিক ডাক্তার নেই, নিউরোলজির ডাক্তার নেই। নতুন হাসপাতাল চালু হলে চিকিৎসক-সংকট কাটবে এবং রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করি।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি আছে। প্রতিদিন চিকিৎসা নিতে আসে হাজারের বেশি রোগী। আমাদের চিকিৎসক-সংকট রয়েছে। ডাক্তার-নার্সরা সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন। নতুন হাসপাতালটি দ্রুত চালু হলে সেবার মান আরও বাড়বে এবং ভোগান্তি কমবে।’
ভবন হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে পিরোজপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদ বলেন, ‘লিফট ও বিদ্যুতের সংযোগ না থাকায় হস্তান্তরে কিছুটা জটিলতা হচ্ছে। লিফটের দাম বাড়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি অতি দ্রুত সমস্যার সমাধান হবে।’
পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ শয্যা নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে নতুন ভবনে ৫০ শয্যায় উন্নীত হয়। ২০০৫ সালে একে ১০০ শয্যার হাসপাতাল ঘোষণা দেওয়া হয়। ২০১৭ সালে সরকার তা বাড়িয়ে ২৫০ শয্যা করার ঘোষণা দেয়।
সে অনুযায়ী পিরোজপুর গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করে সাততলা ভবনের নির্মাণকাজ শুরু করে। পরে ভবন সম্প্রসারণ করে বাড়ানো হয় আরও দুই তলা। ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তিন দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয় কাজ। মেসার্স খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে কাজটি করে। কিন্তু এখনো ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। পরিকল্পনা অনুযায়ী, এই ভবনে পুরো হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে।
বর্তমানে পুরোনো ভবনে প্রতিদিন সহস্রাধিক রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে ভর্তি হওয়া রোগীদের অনেকে শয্যা পাচ্ছে না। ভর্তি রোগী রোকেয়া ঝরনা বলেন, ‘বেড না পেয়ে মেঝেতে পড়ে আছি। রোগীর অনেক চাপ, তাই বেড দিতে পারছে না। নতুন হাসপাতালটি চালু হওয়া অনেক জরুরি। বছরের পর বছর গেলেও হাসপাতালটি চালু হচ্ছে না। মনে হয় দেখার কেউ নেই।’
এ নিয়ে কথা হলে স্থানীয় বাসিন্দা মাহাবুব মিয়া বলেন, ‘হাসপাতালের কাজ চলছে তো চলছে। কবে শেষ হবে জানি না। জেলার ১৫ লাখের বেশি বাসিন্দার জন্য হাসপাতালটি চালু করা অতি জরুরি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আর কালক্ষেপণ না করে অতি দ্রুত হাসপাতালটি চালু করা হোক।’
এদিকে শুধু শয্যা নয়, চিকিৎসক-সংকটেও ভুগছে হাসপাতালটি। এক রোগীর স্বজন খোকন মিয়া বলেন, ‘ডাক্তার নেই, সিট নেই বলে রোগী পাঠিয়ে দেয় বরিশাল-খুলনায়। চোখের ডাক্তার নেই, কার্ডিওলজির ডাক্তার নেই, অর্থোপেডিক ডাক্তার নেই, নিউরোলজির ডাক্তার নেই। নতুন হাসপাতাল চালু হলে চিকিৎসক-সংকট কাটবে এবং রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করি।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি আছে। প্রতিদিন চিকিৎসা নিতে আসে হাজারের বেশি রোগী। আমাদের চিকিৎসক-সংকট রয়েছে। ডাক্তার-নার্সরা সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন। নতুন হাসপাতালটি দ্রুত চালু হলে সেবার মান আরও বাড়বে এবং ভোগান্তি কমবে।’
ভবন হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে পিরোজপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদ বলেন, ‘লিফট ও বিদ্যুতের সংযোগ না থাকায় হস্তান্তরে কিছুটা জটিলতা হচ্ছে। লিফটের দাম বাড়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি অতি দ্রুত সমস্যার সমাধান হবে।’
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ মিনিট আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৫ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগে