পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৭টিতেই বিজয়ী হয়েছে।
অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক পদে রহিমা আক্তার হাসি এবং হিসাব নিরীক্ষক সম্পাদক পদে রফিকুল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩১৮ জন ভোটারের মধ্যে ২৮৭ জন সদস্য ভোট দেন। গতকাল রাত ১১টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাজ শেখর দাস। নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দুটি প্যানেল অংশ নেয়। একটি প্যানেল থেকে সভাপতি এবং অন্যটি থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৪১ ভোট পেয়ে সভাপতি হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অপর অংশের আব্দুর রাজ্জাক খান পেয়েছেন ১২৬ ভোট। একই পদে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি প্রার্থী নুরুল ইসলাম সরদার পেয়েছেন ১৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অন্য গ্রুপের এম ডি আউয়াল মিয়া ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের রতন লাল দত্ত পেয়েছেন ১০৬ ভোট। একই পদে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের নিজাম উদ্দিন সরদার পেয়েছেন ৬৪ ভোট।
সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অপর বিজয়ীরা হলেন সহসভাপতি সুবোধ কুমার আইচ ও জাকির হোসেন কাজী; যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান; অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার; গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক মো. বাহাদুর হোসেন; আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার; সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার গাইন; খেলাধুলা সম্পাদক মো. জাকির হোসেন; সদস্য পদে নির্বাচিতরা হলেন আকরাম আলী মোল্লা, মো. আলাউদ্দিন, কমল কৃষ্ণ আচার্য, নাসিমা আক্তার, বিজন বিশ্বাস, আকন্দ মো. রুহুল আমিন ও মানস কুমার বৈরাগী।
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৭টিতেই বিজয়ী হয়েছে।
অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক পদে রহিমা আক্তার হাসি এবং হিসাব নিরীক্ষক সম্পাদক পদে রফিকুল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩১৮ জন ভোটারের মধ্যে ২৮৭ জন সদস্য ভোট দেন। গতকাল রাত ১১টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাজ শেখর দাস। নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দুটি প্যানেল অংশ নেয়। একটি প্যানেল থেকে সভাপতি এবং অন্যটি থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৪১ ভোট পেয়ে সভাপতি হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অপর অংশের আব্দুর রাজ্জাক খান পেয়েছেন ১২৬ ভোট। একই পদে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি প্রার্থী নুরুল ইসলাম সরদার পেয়েছেন ১৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অন্য গ্রুপের এম ডি আউয়াল মিয়া ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের রতন লাল দত্ত পেয়েছেন ১০৬ ভোট। একই পদে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের নিজাম উদ্দিন সরদার পেয়েছেন ৬৪ ভোট।
সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অপর বিজয়ীরা হলেন সহসভাপতি সুবোধ কুমার আইচ ও জাকির হোসেন কাজী; যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান; অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার; গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক মো. বাহাদুর হোসেন; আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার; সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার গাইন; খেলাধুলা সম্পাদক মো. জাকির হোসেন; সদস্য পদে নির্বাচিতরা হলেন আকরাম আলী মোল্লা, মো. আলাউদ্দিন, কমল কৃষ্ণ আচার্য, নাসিমা আক্তার, বিজন বিশ্বাস, আকন্দ মো. রুহুল আমিন ও মানস কুমার বৈরাগী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৬ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৭ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৭ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৮ ঘণ্টা আগে