বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতু চালু হওয়ার পর এই অঞ্চলের জেলাগুলো ফেরিমুক্ত হলেও পটুয়াখালীর বাউফল উপজেলা এখনো ফেরির দুর্ভোগ থেকে মুক্ত হতে পারেনি। দশমিনা-গলাচিপা-বাউফল-বরিশাল মহাসড়কে বগা এলাকায় লোহালিয়া নদীতে সেতু না থাকায় বেশ অসুবিধায় পড়তে হচ্ছে তিন উপজেলার কয়েক লাখ মানুষকে। এবারের ঈদযাত্রায়ও এর ব্যতিক্রম হয়নি।
বগা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঈদের বাড়ি আসা এলাকার লোকজন। তাঁরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু বাড়ির কাছের বগা সেতু না হওয়ায় আনন্দটাই মাটি হয়ে যায়। কেননা, এখানকার ফেরি চালানো হয় অনেকক্ষণ পর পর। এতে ১০ মিনিটের পথ পাড়ি দিতে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। ফেরির স্বল্পতা ও তীব্র যানজটের কারণে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সময়মতো রোগী নিয়ে অ্যাম্বুলেন্স পারাপার হতে না পারায় ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাউফল-দশমিনা-গলাচিপার মানুষ নৌপথের পাশাপাশি সড়কপথে চলাচল করছে। বগা পয়েন্টের ফেরির জন্য ভোগান্তির বিষয় তুলে ধরে চেয়ারম্যান পরিবহনের চালক মনিরুজ্জামান হৃদয় আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে সড়কপথে বাউফলসহ বাকি দুটি উপজেলায় আসতে সময় লাগে পাঁচ ঘণ্টা; কিন্তু এই ফেরির জন্য এক থেকে দেড় ঘণ্টা বেশি সময় লাগে। এই পয়েন্টে সেতু হলে সময় সাশ্রয় হবে; এর সঙ্গে ভোগান্তিও কমবে।
চাকরিজীবী মেহেরাব হোসেন অভি বলেন, ‘রোজা রেখে বাস জার্নি বেশ কষ্টকর। বেলা ১টার দিকে গাড়িতে উঠিয়ে বাড়ির উদ্দেশে সব পথ ভালোই আসলাম ফেরিবিহীন; কিন্তু বাড়ির কাছে এসে আটকে গেলাম ফেরির জন্য। এই ফেরির অভিশাপ থেকে কবে মুক্তি পাব জানি না।’
সেতুর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, লোহালিয়া নদীর বগা পয়েন্টে একটি সেতু নির্মাণের জন্য ২০২১ সালের মার্চে চীনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেতুর সম্ভাব্যতা যাচাই হয়েছে। জমি অধিগ্রহণসহ মোট কত খরচ হবে, সে বিষয়ে প্রকল্প তৈরি করা হচ্ছে। ওই কাজ শেষ হলে সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতু চালু হওয়ার পর এই অঞ্চলের জেলাগুলো ফেরিমুক্ত হলেও পটুয়াখালীর বাউফল উপজেলা এখনো ফেরির দুর্ভোগ থেকে মুক্ত হতে পারেনি। দশমিনা-গলাচিপা-বাউফল-বরিশাল মহাসড়কে বগা এলাকায় লোহালিয়া নদীতে সেতু না থাকায় বেশ অসুবিধায় পড়তে হচ্ছে তিন উপজেলার কয়েক লাখ মানুষকে। এবারের ঈদযাত্রায়ও এর ব্যতিক্রম হয়নি।
বগা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঈদের বাড়ি আসা এলাকার লোকজন। তাঁরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু বাড়ির কাছের বগা সেতু না হওয়ায় আনন্দটাই মাটি হয়ে যায়। কেননা, এখানকার ফেরি চালানো হয় অনেকক্ষণ পর পর। এতে ১০ মিনিটের পথ পাড়ি দিতে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। ফেরির স্বল্পতা ও তীব্র যানজটের কারণে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সময়মতো রোগী নিয়ে অ্যাম্বুলেন্স পারাপার হতে না পারায় ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাউফল-দশমিনা-গলাচিপার মানুষ নৌপথের পাশাপাশি সড়কপথে চলাচল করছে। বগা পয়েন্টের ফেরির জন্য ভোগান্তির বিষয় তুলে ধরে চেয়ারম্যান পরিবহনের চালক মনিরুজ্জামান হৃদয় আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে সড়কপথে বাউফলসহ বাকি দুটি উপজেলায় আসতে সময় লাগে পাঁচ ঘণ্টা; কিন্তু এই ফেরির জন্য এক থেকে দেড় ঘণ্টা বেশি সময় লাগে। এই পয়েন্টে সেতু হলে সময় সাশ্রয় হবে; এর সঙ্গে ভোগান্তিও কমবে।
চাকরিজীবী মেহেরাব হোসেন অভি বলেন, ‘রোজা রেখে বাস জার্নি বেশ কষ্টকর। বেলা ১টার দিকে গাড়িতে উঠিয়ে বাড়ির উদ্দেশে সব পথ ভালোই আসলাম ফেরিবিহীন; কিন্তু বাড়ির কাছে এসে আটকে গেলাম ফেরির জন্য। এই ফেরির অভিশাপ থেকে কবে মুক্তি পাব জানি না।’
সেতুর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, লোহালিয়া নদীর বগা পয়েন্টে একটি সেতু নির্মাণের জন্য ২০২১ সালের মার্চে চীনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেতুর সম্ভাব্যতা যাচাই হয়েছে। জমি অধিগ্রহণসহ মোট কত খরচ হবে, সে বিষয়ে প্রকল্প তৈরি করা হচ্ছে। ওই কাজ শেষ হলে সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
২ ঘণ্টা আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
২ ঘণ্টা আগে