Ajker Patrika

পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণ: মূল আসামি পিস্তল বাবু ঢাকা থেকে গ্রেপ্তার 

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৮: ০২
পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণ: মূল আসামি পিস্তল বাবু ঢাকা থেকে গ্রেপ্তার 

পটুয়াখালীর বাউফলে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আজ রোববার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিবৃতিতে সোহেল রানা বলেন, ‘বিষয়টি নজরে আসলে আত্মগোপনে থাকা পিস্তল বাবুকে গ্রেপ্তারে ব্যাপক ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। শনিবার র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানার সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

এর আগে গত ১২ জুন উপজেলার শাপলাখালী এলাকায় ওই কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন মূল আসামি পিস্তল বাবু। বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত