Ajker Patrika

রাজধানীর বনশ্রী-আফতাবনগর সংযোগে ৩ সেতুর নির্মাণকাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনশ্রী-আফতাবনগর সংযোগে তিনটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর বনশ্রী-আফতাবনগর সংযোগে তিনটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকার রামপুরা-বনশ্রী-আফতাবনগর এলাকার সংযোগে নড়াই নদীর ওপর নতুন তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর আফতাবনগরের লেকভিউ রোডে এই সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে এই নতুন তিনটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি যানবাহন চলাচলে ব্যবহার হবে এবং আরেকটি হবে পদচারী সেতু।

প্রকল্প সূত্রে জানা গেছে, তিনটি সেতু হবে স্টিল আর্চ গার্ডার ব্রিজ যার স্প্যান দৈর্ঘ্য আনুমানিক ৫০ মিটার এবং প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার (দুটি গাড়ি চলাচলের অংশ বা রাস্তা ও দুটি হাঁটার পথ)। এ ছাড়া সেতুর ডেক বা চলাচলের রাস্তার ওপরের অংশ থেকে খিলানের (আর্চ) সর্বোচ্চ উচ্চতা হবে ১১ মিটার। এই সেতুগুলোর নির্মাণ সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।

উদ্বোধনকালে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হাসান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর জাহাঙ্গীর আদিল সামদানি, নৌবাহিনীর ক্যাপ্টেন নুরুল ইসলাম।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভাগীয় প্রধানেরা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং ওই এলাকার জহুরুল ইসলাম সিটি সোসাইটি, বনশ্রী সোসাইটি নেতারাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন বলেন, ‘তিনটি সেতু নির্মাণে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে। আগামীকাল থেকে কাজ শুরু করে দিব, যা ৬ থেকে ৮ মাসের মধ্যে এই সেতুর নির্মাণকাজ শেষ করা হবে।’

রাজধানীর বনশ্রী-আফতাবনগর সংযোগে তিনটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর বনশ্রী-আফতাবনগর সংযোগে তিনটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, নড়াই নদের (রামপুরা খাল) ওপর দুটি ইস্পাতের যানবাহন চলাচল সেতু (বনশ্রী থেকে আফতাবনগর সংযোগকারী ফুটপাতসহ দুই লেন) এবং একটি ইস্পাতের পদচারী সেতু নির্মাণ করা হবে। একটির নাম নগর মৈত্রী সেতু, যেটা হাঁটার জন্য। যেখানে দুই সিটি করপোরেশনের যোগসূত্র রয়েছে।

ডিএনসিসির প্রশাসক বলেন, আফতাবনগর এলাকায় ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়বে। সেই চাপ সামলাতে এই সেতু নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে প্রগতি সরণি হয়ে রামপুরার যানজট নিরসন ও মেট্রোরেল প্রকল্পের কাজ চলার সময়ে মানুষের চলাচলের বিড়ম্বনা কমানোর জন্য এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসক আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সময়ে কিছু জরুরিভাবে জনগণের সুবিধার্থে কাজ করতে চাই এবং সমস্যার সমাধান করতে চাই, যাতে ঢাকাবাসী সুবিধাটা পায়। দ্রুত সময়ের মধ্যে আমরা এই তিনটি সেতু করে দিচ্ছি। আগামীকাল থেকে কাজ শুরু করে দিব। এ ছাড়া রাজধানীর নতুন রাস্তা, কালভার্ট ও হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার করছি।’

জহুরুল ইসলাম সিটি সোসাইটির (আফতাবনগর সোসাইটি) সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী বলেন, তিনটি সেতু নির্মাণের মাধ্যমে শুধু বনশ্রী ও আফতাবনগরবাসী উপকৃত হবে না, পুরো ঢাকাবাসী উপকৃত হবে। এই কাজ বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও জনজীবন আরও উন্নত হবে বলে আশা তাঁর।

বাসিন্দাদের দাবি, দ্রুত সময়ে সেতুগুলোর কাজ শেষ করা গেলে এলাকাবাসী উপকৃত হবে। বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা যানজটের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত