গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে আসমা বেগম (৩৫) নামে এক নারীর ভাড়া ঘর পুরে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আসমা বেগম ওহাব হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন। ওহাব হাওলাদার গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এলাকাবাসী আসমা বেগমকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আসমা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরে আমি দুই কন্যাসন্তান নিয়ে এই ঘরে ভাড়া থাকতাম। আমার দুই মেয়ের বিয়ের পর মেয়ের জামাইদের বিভিন্ন মালামাল এ ঘরে ছিল। গতকাল রাতে আমি দোতলার ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। পরে আমি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুনের তাপে ওপর থেকে নিচে পড়ে যাই। এতে আমার কোমর ও পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’
আসমা বেগম আরও বলেন, ‘আমার ঘরের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেলাম। সর্বনাশা আগুন আমার সব কেড়ে নিল।’
গলাচিপা ফায়ার সার্ভিসের সাব অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আঁখি হাওলাদার ও পৌর মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে অফিস সূত্রে জানা গেছে।
পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে আসমা বেগম (৩৫) নামে এক নারীর ভাড়া ঘর পুরে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আসমা বেগম ওহাব হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন। ওহাব হাওলাদার গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এলাকাবাসী আসমা বেগমকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আসমা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরে আমি দুই কন্যাসন্তান নিয়ে এই ঘরে ভাড়া থাকতাম। আমার দুই মেয়ের বিয়ের পর মেয়ের জামাইদের বিভিন্ন মালামাল এ ঘরে ছিল। গতকাল রাতে আমি দোতলার ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। পরে আমি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুনের তাপে ওপর থেকে নিচে পড়ে যাই। এতে আমার কোমর ও পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’
আসমা বেগম আরও বলেন, ‘আমার ঘরের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেলাম। সর্বনাশা আগুন আমার সব কেড়ে নিল।’
গলাচিপা ফায়ার সার্ভিসের সাব অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আঁখি হাওলাদার ও পৌর মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে অফিস সূত্রে জানা গেছে।
নাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী। মামলায় নাটকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
১২ মিনিট আগেবক্তারা অধ্যক্ষের ওপর হামলাকে ন্যক্কারজনক ও শিক্ষকসমাজের মর্যাদাহানিকর হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা ঘটনায় জড়িত ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেঅনুষ্ঠানের শুরুতে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। আর সম্প্রতি তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে ধরে জোর করে চুল কেটে দেয়, তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে