চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে পাঁচ মাস বয়সী শিশু সোহাগী মণ্ডলকে হত্যার অভিযোগে তার মা শ্রাবন্তী মণ্ডলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ জুন) সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগী মণ্ডল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে। গতকাল শনিবার সকালে বাড়ির অদূরে বড়াল নদের কিনারা থেকে সোহাগীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাবা কমল মণ্ডল অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কমল মণ্ডল জানান, সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী শ্রাবন্তী মণ্ডল তাঁকে বলেন, সোহাগীকে বারান্দার বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে গরুর খাবারের জন্য খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের কিনারায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। জানা গেছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। নানা দিক তদন্ত করে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা শ্রাবন্তী মণ্ডলকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শ্রাবন্তী পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তাঁর মেয়েকে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোরে বাড়ির পাশের নদে ফেলে দেন। পরে খোঁজাখুঁজির বাহানা করে লাশ উদ্ধার করেন। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, আটক শ্রাবন্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটার পরই পাবনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় চাটমোহর সার্কেল সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারের নেতৃত্বে আমরা কাজ শুরু করি। ঘটনার দিনই হত্যার রহস্য উদ্ঘাটন করে মাকে গ্রেপ্তার করা হয়।’
পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে পাঁচ মাস বয়সী শিশু সোহাগী মণ্ডলকে হত্যার অভিযোগে তার মা শ্রাবন্তী মণ্ডলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ জুন) সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগী মণ্ডল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে। গতকাল শনিবার সকালে বাড়ির অদূরে বড়াল নদের কিনারা থেকে সোহাগীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাবা কমল মণ্ডল অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কমল মণ্ডল জানান, সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী শ্রাবন্তী মণ্ডল তাঁকে বলেন, সোহাগীকে বারান্দার বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে গরুর খাবারের জন্য খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের কিনারায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। জানা গেছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। নানা দিক তদন্ত করে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা শ্রাবন্তী মণ্ডলকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শ্রাবন্তী পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তাঁর মেয়েকে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোরে বাড়ির পাশের নদে ফেলে দেন। পরে খোঁজাখুঁজির বাহানা করে লাশ উদ্ধার করেন। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, আটক শ্রাবন্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটার পরই পাবনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় চাটমোহর সার্কেল সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারের নেতৃত্বে আমরা কাজ শুরু করি। ঘটনার দিনই হত্যার রহস্য উদ্ঘাটন করে মাকে গ্রেপ্তার করা হয়।’
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে