নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রাম। ঝড়ে ওই তিন গ্রামের অন্তত ২১টি কাঁচা ঘর পুরোপুরি ও সেমিপাকাসহ প্রায় ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ির সীমানাপ্রাচীর। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। বিদ্যুৎহীন রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলো পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে বৃষ্টিসহ দমকা বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে বাতাসের গতি বেড়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণপুর ও গোপালপুর গ্রামের ২১টি ঘর পুরোপুরি, ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি হয়। অধিকাংশ ঘরের টিনের চালা উড়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে ঘরের ওপর। ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি বিদ্যুতের পিলার ভেঙে গেছে, বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ের আঘাতে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার নিকটস্থ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের খাবার, পরনের কাপড় ও ঘর মেরামতের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, রাত পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রাম। ঝড়ে ওই তিন গ্রামের অন্তত ২১টি কাঁচা ঘর পুরোপুরি ও সেমিপাকাসহ প্রায় ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ির সীমানাপ্রাচীর। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। বিদ্যুৎহীন রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলো পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে বৃষ্টিসহ দমকা বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে বাতাসের গতি বেড়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণপুর ও গোপালপুর গ্রামের ২১টি ঘর পুরোপুরি, ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি হয়। অধিকাংশ ঘরের টিনের চালা উড়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে ঘরের ওপর। ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি বিদ্যুতের পিলার ভেঙে গেছে, বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ের আঘাতে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার নিকটস্থ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের খাবার, পরনের কাপড় ও ঘর মেরামতের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, রাত পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
২৬ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌর শহরে সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে