চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার হাসর গ্রামে স্বামী সাজ্জাত হোসেনকে (৩০) চেতনানাশক ওষুধ খাইয়ে উধাও হয়ে গেছে নববধূ। এ ঘটনায় আজ বুধবার বিকেলে সাজ্জাত হোসেনের মা রৌশন আরা বেগম বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার বানসা গ্রামের সফি উল্যা ব্যাপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সঙ্গে সাজ্জাতের গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর সাজ্জাত তাঁর স্ত্রী শারমিনকে নিয়ে গতকাল মঙ্গলবার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সকলের অগোচরে উধাও হয়ে যায়। নববধূ শারমিন বিয়ের সময় স্বামীর দেওয়া ১০ ভরি স্বর্ণালংকার ও স্বামীর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৩০ হাজার) নিয়ে গেছে।
অভিযোগে সাজ্জাতের মা আরও বলেন, 'তিনি সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শ্বশুর বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে অজ্ঞান অবস্থায় পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতের অবস্থা খারাপ দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সাজ্জাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।'
এই বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল দিলে আবদুল জলিলকে পাওয়া না গেলেও তাঁর বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেন। তিনি বলেন, শারমিন কোথায় বা কার সঙ্গে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের কথা স্বীকার করে বলেন, 'ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
নোয়াখালীর চাটখিল উপজেলার হাসর গ্রামে স্বামী সাজ্জাত হোসেনকে (৩০) চেতনানাশক ওষুধ খাইয়ে উধাও হয়ে গেছে নববধূ। এ ঘটনায় আজ বুধবার বিকেলে সাজ্জাত হোসেনের মা রৌশন আরা বেগম বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার বানসা গ্রামের সফি উল্যা ব্যাপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সঙ্গে সাজ্জাতের গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর সাজ্জাত তাঁর স্ত্রী শারমিনকে নিয়ে গতকাল মঙ্গলবার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সকলের অগোচরে উধাও হয়ে যায়। নববধূ শারমিন বিয়ের সময় স্বামীর দেওয়া ১০ ভরি স্বর্ণালংকার ও স্বামীর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৩০ হাজার) নিয়ে গেছে।
অভিযোগে সাজ্জাতের মা আরও বলেন, 'তিনি সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শ্বশুর বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে অজ্ঞান অবস্থায় পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতের অবস্থা খারাপ দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সাজ্জাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।'
এই বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল দিলে আবদুল জলিলকে পাওয়া না গেলেও তাঁর বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেন। তিনি বলেন, শারমিন কোথায় বা কার সঙ্গে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের কথা স্বীকার করে বলেন, 'ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
রাজধানী ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আট দিনে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, মাদক ও চোরাই মালামাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় শহীদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করলেন আদালত।
১২ মিনিট আগেনওগাঁর মান্দা উপজেলায় পাখি বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
১৫ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারে এজেন্ট হিসেবে কাজ করা আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও জাবেদের দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে তিন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
১৭ মিনিট আগে