নোয়াখালী প্রতিনিধি
আজ বুধবার নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিব্বির হোসেন ও আবুল হোসেন নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত শিব্বির (২৪) চাটখিল উপজেলার ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে ও নিহত আবুল হোসেন (৫৫) সোনাইমুড়ীর ডুমুরিয়া এলাকার শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাসার দিকে যাচ্ছিলেন মসজিদের খতিব শিব্বির হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শিব্বির। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বেলা দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া থেকে ডুমুরিয়ারটেকের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক আবুল হোসেন। তাঁর অটোরিকশাটি ডুমুরিয়ারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। আহত আবুল হোসেনকে উদ্ধার করে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রী কুলসুমও আহত হয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, অটোরিকশা চালক আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আজ বুধবার নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিব্বির হোসেন ও আবুল হোসেন নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত শিব্বির (২৪) চাটখিল উপজেলার ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে ও নিহত আবুল হোসেন (৫৫) সোনাইমুড়ীর ডুমুরিয়া এলাকার শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাসার দিকে যাচ্ছিলেন মসজিদের খতিব শিব্বির হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শিব্বির। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বেলা দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া থেকে ডুমুরিয়ারটেকের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক আবুল হোসেন। তাঁর অটোরিকশাটি ডুমুরিয়ারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। আহত আবুল হোসেনকে উদ্ধার করে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রী কুলসুমও আহত হয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, অটোরিকশা চালক আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
৩৫ মিনিট আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৮ ঘণ্টা আগে