নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু তাসফিয়া জান্নাতের জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাসফিয়ার জানাজা পড়িয়েছেন সন্ত্রাসীদের গুলিতে চোখ হারানো তার বাবা মাওলানা আবু জাহের।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানসংলগ্ন এলাকার একটি মাঠে হাজার হাজার লোকের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আজিম মির্জা, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, নিহত শিশুর পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও এলাকার হাজার হাজার জনতা। জানাজা শেষে কান্নায় ভেঙে পড়েন তাসফিয়ার বাবা মাওলানা আবু জাহের। এ সময় উপস্থিত জনপ্রতিনিধি ও লোকজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
এর আগে বিকেলে নিহতের লাশ নিয়ে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সরুপোল এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় তাঁরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাসফিয়া হত্যায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ৭৩ ঘণ্টা পর কঠোর কর্মসূচির হুমকি দেন তাঁরা।
এদিকে এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃত কেউই ওই ঘটনার মূল আসামি নয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, বুধবার বেলা ৩টার দিকে তাসফিয়াকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মালেকার বাপের দোকান এলাকার বন্ধু স্টোরে যান আবু জাহের। ওই দোকানে গিয়ে তাসফিয়ার জন্য চকলেট, জুস ও চিপস নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী মামুনের দোকানে এসে তুই (আবু জাহের) ওই দিন বৈঠকে ছিলি বলে গালাগালি করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পেছন থেকে তাদের লক্ষ্য করে প্রথমে ইট নিক্ষেপ করলে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাসফিয়া। পরে তারা বাড়ি যাওয়ার সময় পেছন থেকে আরও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে তাসফিয়া ও জাহের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুলিবিদ্ধ তাসফিয়া ও আবু জাহেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে থাকা নানির কোলে মারা যায় তাসফিয়া। মাটি কাটার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও মাটি কাটা নিয়ে বিরোধের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা ছিলেন না মাওলানা আবু জাহের বা তাঁর মেয়ে তাসফিয়া। তবে মাটি কাটা নিয়ে বৈঠকে ছিলেন এমন অভিযোগে সন্ত্রাসীদের টার্গেট হন মাওলানা আবু জাহের। আর সেই টার্গেটের শিকার হয়ে প্রাণ হারায় তাসফিয়া।
নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু তাসফিয়া জান্নাতের জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাসফিয়ার জানাজা পড়িয়েছেন সন্ত্রাসীদের গুলিতে চোখ হারানো তার বাবা মাওলানা আবু জাহের।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানসংলগ্ন এলাকার একটি মাঠে হাজার হাজার লোকের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আজিম মির্জা, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, নিহত শিশুর পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও এলাকার হাজার হাজার জনতা। জানাজা শেষে কান্নায় ভেঙে পড়েন তাসফিয়ার বাবা মাওলানা আবু জাহের। এ সময় উপস্থিত জনপ্রতিনিধি ও লোকজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
এর আগে বিকেলে নিহতের লাশ নিয়ে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সরুপোল এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় তাঁরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাসফিয়া হত্যায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ৭৩ ঘণ্টা পর কঠোর কর্মসূচির হুমকি দেন তাঁরা।
এদিকে এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃত কেউই ওই ঘটনার মূল আসামি নয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, বুধবার বেলা ৩টার দিকে তাসফিয়াকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মালেকার বাপের দোকান এলাকার বন্ধু স্টোরে যান আবু জাহের। ওই দোকানে গিয়ে তাসফিয়ার জন্য চকলেট, জুস ও চিপস নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী মামুনের দোকানে এসে তুই (আবু জাহের) ওই দিন বৈঠকে ছিলি বলে গালাগালি করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পেছন থেকে তাদের লক্ষ্য করে প্রথমে ইট নিক্ষেপ করলে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাসফিয়া। পরে তারা বাড়ি যাওয়ার সময় পেছন থেকে আরও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে তাসফিয়া ও জাহের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুলিবিদ্ধ তাসফিয়া ও আবু জাহেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে থাকা নানির কোলে মারা যায় তাসফিয়া। মাটি কাটার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও মাটি কাটা নিয়ে বিরোধের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা ছিলেন না মাওলানা আবু জাহের বা তাঁর মেয়ে তাসফিয়া। তবে মাটি কাটা নিয়ে বৈঠকে ছিলেন এমন অভিযোগে সন্ত্রাসীদের টার্গেট হন মাওলানা আবু জাহের। আর সেই টার্গেটের শিকার হয়ে প্রাণ হারায় তাসফিয়া।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার কমিটিতে পদ পেয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের পাঁচ নেতা। জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রেলওয়ে কারখানার পাশে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস এস এ ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন
৬ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহতের অভিযোগ উঠেছে। এ সময় তিন ছিনতাইকারীকে পুলিশে দেন স্থানীয় জনগণ। আজ রোববার ভোরে ইটনা উপজেলার রায়টুঁটি ইউনিয়নের গোয়ারা সেতুতে এ ঘটনা ঘটে। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরে
২১ মিনিট আগেফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে