Ajker Patrika

জাপা নেতাকে কাদের মির্জার নির্যাতনের বর্ণনা ভাইরাল, পার্টি বলছে ‘মিথ্যা কথা’

প্রতিনিধি, নোয়াখালী
জাপা নেতাকে কাদের মির্জার নির্যাতনের বর্ণনা ভাইরাল, পার্টি বলছে ‘মিথ্যা কথা’

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার টর্চার সেলে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন। সেই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তাঁর কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও কাদের মির্জার বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে জাপা নেতা বলেন, ‘আমাকে কালামিয়া ম্যানশনের সামনে থেকে মির্জা মিয়া অনুসারী ৩০-৪০ জন ছিল। মির্জা মিয়া কয়, হালার-হুতরে ধর। তখন পুলিশও সাথে ছিল। সেখান থেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায় পৌরসভার তৃতীয় তলায়। সেখানে ব্যানার ৫ টিতে লেখা ছিল, “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ”। পাঁচ ঘন্টায় ভাই ও ভাইরে...।’ মুখমণ্ডল, দুই পা দেখিয়ে বলেন, ‘আমার এগাইন.... নাই।’ এ সব কথা বলে তিনি বিলাপ করে কাঁদতে থাকেন। 

তিনি আহাজারি করে বলেন, ‘ও আল্লাহ ও আল্লাহ। সেখানে কী জন্য নিয়ে গেছে আমি জানি না। ওইখানে নিয়ে বিভিন্ন ভিডিও করেছে। আমার বাবা রাজনীতি করেছিলেন, আমিও করিয়ের। কোনো দিন কারো সাথে ভেজাল করিনি। আমার থেকে জোর করে কিয়ের কিয়ের কাগজে স্বাক্ষর নিয়ে গেছে। ও আল্লাহ আল্লাহরে আমার মাথা নেই।’ 

এদিকে আজ কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফ মুন্সি ও বসুরহাট পৌরসভা জাতীয় পাটির সভাপতি নুরুল হক সবুজের অডিও কথোপকোথন ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই দুটি অডিওতে মেয়র আবদুল কাদের মির্জা ও তাঁর বাহিনী টর্চার সেলে নিয়ে কী ধরনের নির্যাতন করেছে, হুমকি দিয়ে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি, একাধিক সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং জাতীয় পাটির নেতাদের দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিতে বাধ্য করার কথোপকোথন রয়েছে।  

আজ কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে আটকে রেখে পিটিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। এ ঘটনার জন্য বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে দায়ী করছেন তাঁরা। আজ বিকেল ৫টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে টাউন হল মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা সাধারণ সম্পাদককে নির্যাতনের প্রতিবাদে জেলা জাতীয় পার্টির মানববন্ধনজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অহিদ উদ্দিন মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, দপ্তর সম্পাদক আলী হোসেন, শ্রমিক পার্টির সভাপতি মিলন শিকদার, যুবসংহতির জেলা সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক লিটন প্রমুখ। এসময় বক্তারা, মেয়র আবদুল কাদের মির্জার শাস্তি দাবি করেন। অন্যথায় বসুরহাট পৌরসভা কার্যালয় ঘেরাও করার হুমকি দেন। 

জানা যায়, বসুরহাট পৌরসভা কার্যালয়ে গত বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জাপা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে আটক রেখে নির্যাতন করা হয়। রাতে তাঁকে আহতাবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুল ইসলাম স্বপন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছিলেন। পরে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের সম্মানার্থে প্রার্থিতা প্রত্যাহার করে তাঁকে সমর্থন দেন। 

তবে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নির্যাতন করেননি বলে গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। 

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফ মুন্সি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ সেপ্টেম্বর জাপা নেতা স্বপন স্ব-ইচ্ছায় জাপার অন্য নেতাদেরসহ মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্বাক্ষাত করতে গিয়েছিলেন। স্বাক্ষাত শেষে সুস্থ অবস্থায় জাপা সভাপতি আবদুল লতিফ মুন্সি, সিনিয়র সহসভাপতি সিরাজ উল্যাহ সিকদার, পৌর জাতীয়পার্টির সভাপতি নুরুল হক সবুজসহ একত্রে পৌরসভা থেকে নিজ, নিজ গন্তব্যে চলে যান। কিন্তু কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ১০ সেপ্টেম্বর ভুল তথ্যের ভিত্তিতে মিথ্যা, বনোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে মেয়র আবদুল কাদের মির্জার মানসম্মান ক্ষুণ্ন হতে পারে, যা দুঃখজনক। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের নিন্দা জানায় কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়পার্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কায় রাস্তায় ট্রলির নিচে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী মহিদুল ইসলাম (৪০)। হঠাৎ মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি দ্রুতগামী ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মহিদুল। আজ শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের পোকার ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই মহিদুলকে ধাক্কা দেন অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এ সময় চলন্ত একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে নিহতের পরিবার কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের ক্ষত রয়েছে। পুলিশ ও তাঁর স্বজনদের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন রেলসেতুর নিচ থেকে ৫২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত নারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী ও সন্তান রয়েছে।

জানা গেছে, আজ সকাল ৬টার দিকে রেলসেতুর নিচে এক নারীর রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ওই নারীর ছেলে এসে তাঁর লাশ শনাক্ত করে। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত নারীর ছেলে বলেন, ‘মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক দিন আগে তিনি বাড়ি থেকে বের হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে গোয়ালন্দ রেলস্টেশনে মাকে দেখা গিয়েছিল বলে জানা গেছে। এরপর সেখানে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে লাশের সন্ধান পেয়ে কুমারখালী এসে মাকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে পুলিশের সন্দেহ। সে জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করা নারীর মাথায় আঘাতের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে মামুন-রিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন। ছবি: সংগৃহীত
সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন। ছবি: সংগৃহীত

সম্মেলনের প্রায় তিন মাস পর রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সদস্যসচিব মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনকে।

আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।

আংশিক কমিটিতে নজরুল হুদাকে সিনিয়র সহসভাপতি এবং আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলীকে সহসভাপতি করা হয়েছে।

এ ছাড়া বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ আলী ঈশা ও মাইনুল আহসান পান্নাকে সদস্য করা হয়েছে। পরবর্তীকালে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ২ মাস ২২ দিন পর আংশিক কমিটি ঘোষণা করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চিত্রনায়ক সালমান শাহর হত্যাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সালমান শাহর ভক্তরা। ছবি: আজকের পত্রিকা
আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সালমান শাহর ভক্তরা। ছবি: আজকের পত্রিকা

চিত্রনায়ক সালমান শাহর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্মের আইডল চিত্রনায়ক সালমান শাহর হত্যা সাংস্কৃতিক অঙ্গনের জন্য শুভ লক্ষণ নয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাঁর হত্যার রহস্য এখনো উন্মোচন করা হয়নি।

বক্তারা জোর দাবি জানান, এখন সময় এসেছে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা।

চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকুলের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন নাফিসা সুরভি। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথি হিসেবে এবং শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সালমান শাহর বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই চিত্রনায়ককে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে তাঁর নিজ বাড়িতে কৌশলে হত্যা করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁর মা নীলা চৌধুরী মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করেন। এই হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত