নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে স্ত্রীর করা মামলায় মো. মোজ্জাম্মেল হোসেন (৪০) এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ বি এম গোলাম রসুল এই রায় দেন। একই সঙ্গে আদালত মামলা থেকে অভিযুক্তের বাবা বেলায়েত হোসেন (৬৭) ও ভগ্নিপতি মোবারক হোসেনকে (৪৪) বেকসুর খালাস দেন।
দণ্ডিত মোজ্জাম্মেল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাশারা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর মো. গোলাম মোস্তফা সজীব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সূত্রমতে, একই বিভাগে রংপুরে চাকরি করার সুবাদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মোছাম্মৎ মনিরা আক্তারের সঙ্গে ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ে হয় মোজ্জাম্মেল হোসেনের। তাঁদের পরিবারে এক কন্যা ও এক ছেলেসন্তান রয়েছে।
দাম্পত্য জীবনে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীর ওপর নানা নির্যাতন চালাতেন মোজ্জাম্মেল হোসেন। এরপর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে দ্বিতীয় বিয়ে করেন।
এ ঘটনায় প্রথম স্ত্রী মনিরা আক্তার আদালতে মামলা করলে ঘর-সংসার করার শর্তে আদালতে আপস-মীমাংসা করেন। ওই মীমাংসার পর আবারও যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালালে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফের আদালতে মামলা করেন স্ত্রী মনিরা আক্তার। আদালতের বিচারক দীর্ঘ শুনানির পর মঙ্গলবার এই আদেশ প্রদান করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘মো. মোজ্জাম্মেল হোসেন এ বিভাগে নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। স্ত্রীর মামলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
নীলফামারীতে স্ত্রীর করা মামলায় মো. মোজ্জাম্মেল হোসেন (৪০) এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ বি এম গোলাম রসুল এই রায় দেন। একই সঙ্গে আদালত মামলা থেকে অভিযুক্তের বাবা বেলায়েত হোসেন (৬৭) ও ভগ্নিপতি মোবারক হোসেনকে (৪৪) বেকসুর খালাস দেন।
দণ্ডিত মোজ্জাম্মেল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাশারা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর মো. গোলাম মোস্তফা সজীব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সূত্রমতে, একই বিভাগে রংপুরে চাকরি করার সুবাদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মোছাম্মৎ মনিরা আক্তারের সঙ্গে ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ে হয় মোজ্জাম্মেল হোসেনের। তাঁদের পরিবারে এক কন্যা ও এক ছেলেসন্তান রয়েছে।
দাম্পত্য জীবনে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীর ওপর নানা নির্যাতন চালাতেন মোজ্জাম্মেল হোসেন। এরপর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে দ্বিতীয় বিয়ে করেন।
এ ঘটনায় প্রথম স্ত্রী মনিরা আক্তার আদালতে মামলা করলে ঘর-সংসার করার শর্তে আদালতে আপস-মীমাংসা করেন। ওই মীমাংসার পর আবারও যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালালে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফের আদালতে মামলা করেন স্ত্রী মনিরা আক্তার। আদালতের বিচারক দীর্ঘ শুনানির পর মঙ্গলবার এই আদেশ প্রদান করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘মো. মোজ্জাম্মেল হোসেন এ বিভাগে নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। স্ত্রীর মামলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে