Ajker Patrika

সৈয়দপুরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা, ইজিবাইক ছিনতাই

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৪, ১২: ৫৩
সৈয়দপুরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা, ইজিবাইক ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম জার্মান (১৮) নামে এক চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় তাঁর ইজিবাইক ছিনতাই করা হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজের কাছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের যত্রঘু এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেন।

আশরাফুল সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সৈয়দপুর শহর থেকে যাত্রীবেশে চার ছিনতাইকারী আশরাফুলের ইজিবাইকে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে ফতেজংপুরে যাওয়ার জন্য চান্দিয়ার ব্রিজের দিকে যায়। ব্রিজের কাছে গিয়ে তারা আশরাফুলের গলা কেটে হত্যার চেষ্টা করে এবং ইজিবাইক ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ভুট্টাখেত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। আশরাফুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি শাহা আলম বলেন, ‘চিরিরবন্দর থানার পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিরিরবিন্দর থানার পুলিশ আলামত সংগ্রহ করেছে। সৈয়দপুর ও চিরিরবন্দর থানার পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ