নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদরের কুন্দপুকুর মাজার কবরস্থানের কবর থেকে ১৬টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানে ১৬টি কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, আজ বুধবার সকালে কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানের কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়। উন্মুক্ত থাকা কবরগুলোতে দাফনের কাপড় পাওয়া গেলে কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। এতে করে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে এসব কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ভাটা শ্রমিক আশরাফুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোঁড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল খুঁড়েছে। পরে দেখতে পাই আরও কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে অনেকেই ছুটে এসে দেখেন এমন ১৬টি কবর খোঁড়া হয়েছে।’
নীলফামারী পৌরসভার দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম (৩৫) বলেন, ‘এক বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাতিজি আরিফা (১২) মারা গেলে তাকে এখানে কবর দেওয়া হয়। সকালে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটির মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু তার কঙ্কাল নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’
একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, ‘সকালে এসে ১৬টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাই। এসব কবরের বয়স দেড় থেকে দুই বছরের হবে। আমার বড়ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাইনি। দুর্বৃত্তরা ওই কঙ্কাল দুটি নিয়ে গেছে। খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল দেখে যায়।’
কুন্দপুকুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের জয়নাল আবদিন (৪৯) বলেন, ‘১১ মাস আগে আমার বাবা তারা মামুদ ও ২০ মাস আগে মা ফুলফুলি বেগমকে কবর দেওয়া হয় ওই কবরস্থানে। খবর পেয়ে বুধবার সকালে এসে ওই কবর দুটির মাটি খোঁড়া দেখতে পাই। সেখানে কাফনের কাপড় পাওয়া গেলেও কঙ্কাল পাইনি।’
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এর সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছেন, মাজার কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে সেটি না দেখে বলা সম্ভব না।’
মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্য মতে সেখানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও পাইনি।’
নীলফামারী সদরের কুন্দপুকুর মাজার কবরস্থানের কবর থেকে ১৬টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানে ১৬টি কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, আজ বুধবার সকালে কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানের কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়। উন্মুক্ত থাকা কবরগুলোতে দাফনের কাপড় পাওয়া গেলে কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। এতে করে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে এসব কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ভাটা শ্রমিক আশরাফুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোঁড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল খুঁড়েছে। পরে দেখতে পাই আরও কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে অনেকেই ছুটে এসে দেখেন এমন ১৬টি কবর খোঁড়া হয়েছে।’
নীলফামারী পৌরসভার দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম (৩৫) বলেন, ‘এক বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাতিজি আরিফা (১২) মারা গেলে তাকে এখানে কবর দেওয়া হয়। সকালে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটির মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু তার কঙ্কাল নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’
একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, ‘সকালে এসে ১৬টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাই। এসব কবরের বয়স দেড় থেকে দুই বছরের হবে। আমার বড়ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাইনি। দুর্বৃত্তরা ওই কঙ্কাল দুটি নিয়ে গেছে। খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল দেখে যায়।’
কুন্দপুকুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের জয়নাল আবদিন (৪৯) বলেন, ‘১১ মাস আগে আমার বাবা তারা মামুদ ও ২০ মাস আগে মা ফুলফুলি বেগমকে কবর দেওয়া হয় ওই কবরস্থানে। খবর পেয়ে বুধবার সকালে এসে ওই কবর দুটির মাটি খোঁড়া দেখতে পাই। সেখানে কাফনের কাপড় পাওয়া গেলেও কঙ্কাল পাইনি।’
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এর সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছেন, মাজার কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে সেটি না দেখে বলা সম্ভব না।’
মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্য মতে সেখানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও পাইনি।’
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
২ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৮ ঘণ্টা আগে