নীলফামারী প্রতিনিধি
করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি।
করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
১৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
২৪ মিনিট আগেনেত্রকোনার মদনে নিজাম উদ্দিন নামের এক সাংবাদিককে হাত-পা কেটে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন সেলিম মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। সংবাদ প্রকাশের জেরে গত সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া মোবাইল ফোনে ওই সাংবাদিককে এমন হুমকি দেন। হুমকির কলরেকর্ডটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কলরেক
৪১ মিনিট আগে