সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষণপুর পাঠানপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনী প্রথমে যানজট নিয়ন্ত্রণ করে। তারপর নিহতের পরিবার ও এলাকাবাসীর কাছে ঘটনাটি শোনে এবং সঠিক বিচারের আশ্বাস দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ইয়াসিনের মা মেনহারুল, বোন মিনা, এলাকাবাসীর পক্ষে আজহার ও রহমত খান। বক্তারা বলেন, গত বুধবার রাতে নিহত ইয়াসিন সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় রাত ১১টা পর্যন্ত সহপাঠীদের সঙ্গে ছিলেন।
পরে কে বা কারা উপজেলার সাইলার মোড়ে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী পরদিন বৃহস্পতিবার সকালে শহরের বগুড়া ক্যানেল সেলফির মোড়ে আকাশমণিগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বক্তাদের দাবি, ওই এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক থাকায় তার পরিবার রাতে ইয়াসিনকে হত্যা করে আকাশমণি কাছে ঝুলিয়ে রাখে। নিহতের মা ও বোন এবং সহপাঠীরা অভিযোগ করে বলেন, ওই মেয়ের পরিবার তাদের হুমকি প্রদান করে যাতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি।
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষণপুর পাঠানপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনী প্রথমে যানজট নিয়ন্ত্রণ করে। তারপর নিহতের পরিবার ও এলাকাবাসীর কাছে ঘটনাটি শোনে এবং সঠিক বিচারের আশ্বাস দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ইয়াসিনের মা মেনহারুল, বোন মিনা, এলাকাবাসীর পক্ষে আজহার ও রহমত খান। বক্তারা বলেন, গত বুধবার রাতে নিহত ইয়াসিন সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় রাত ১১টা পর্যন্ত সহপাঠীদের সঙ্গে ছিলেন।
পরে কে বা কারা উপজেলার সাইলার মোড়ে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী পরদিন বৃহস্পতিবার সকালে শহরের বগুড়া ক্যানেল সেলফির মোড়ে আকাশমণিগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বক্তাদের দাবি, ওই এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক থাকায় তার পরিবার রাতে ইয়াসিনকে হত্যা করে আকাশমণি কাছে ঝুলিয়ে রাখে। নিহতের মা ও বোন এবং সহপাঠীরা অভিযোগ করে বলেন, ওই মেয়ের পরিবার তাদের হুমকি প্রদান করে যাতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
১২ মিনিট আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৪৩ মিনিট আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
২ ঘণ্টা আগে