দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও।
গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড।
রেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমার মতো আর কোনো সন্তান যেন বাবা-হারা না হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ।
বক্তারা বলেন, গত বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।
একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও।
গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড।
রেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমার মতো আর কোনো সন্তান যেন বাবা-হারা না হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ।
বক্তারা বলেন, গত বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
২৩ মিনিট আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
২৭ মিনিট আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৩১ মিনিট আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
২ ঘণ্টা আগে