প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা): সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে ওষুধের দোকান ব্যতীত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পরে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে বিধিনিষেধ তদারকি ও প্রচারে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে ক্ষতিরকর রাসায়নিক ও নোংরা পরিবেশে কেক, রুটি, বিস্কুট তৈরি করায় ভৈরব বেকারিকে জরিমানা ও মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা। আদালত দুটি মামলা এবং ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল কর।
এর আগে গত ২০ জুন উপজেলায় একই দিনে এক পরিবারের আটজনসহ নয়জনের করোনা শনাক্ত হলে ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান রাতেই কঠোর বিধিনিষেধের গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, ওষুধের দোকান ব্যতীত ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধসহ কাঁচা বাজারসমূহ উন্মুক্ত স্থানে স্থানান্তর করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। এ বিধিনিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
দুর্গাপুর (নেত্রকোনা): সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে ওষুধের দোকান ব্যতীত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পরে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে বিধিনিষেধ তদারকি ও প্রচারে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে ক্ষতিরকর রাসায়নিক ও নোংরা পরিবেশে কেক, রুটি, বিস্কুট তৈরি করায় ভৈরব বেকারিকে জরিমানা ও মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা। আদালত দুটি মামলা এবং ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল কর।
এর আগে গত ২০ জুন উপজেলায় একই দিনে এক পরিবারের আটজনসহ নয়জনের করোনা শনাক্ত হলে ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান রাতেই কঠোর বিধিনিষেধের গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, ওষুধের দোকান ব্যতীত ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধসহ কাঁচা বাজারসমূহ উন্মুক্ত স্থানে স্থানান্তর করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। এ বিধিনিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
৮ মিনিট আগেআব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ। নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবিদাওয়া জানাব। প্রশাসন যদি সেগুলো না মানে, তাহলে আমরা নির্বাচনে যাব কি না, ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দিহান।’
১৯ মিনিট আগেমুষলধারে বৃষ্টিতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমর পানি জমেছে। যার কারণে বিদেশগামী যাত্রী ও আগত প্রবাসীদের যানজটের কারণে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
৩৪ মিনিট আগেখুলনা নগরীর আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
৪০ মিনিট আগে