দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বালুর ড্রেজার মালিকদের হামলায় আহত সুরুজ আলীর (৭০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৪ এপ্রিল হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উপজেলার বড়ইকান্দি গ্রামের এই বাসিন্দা।
জানা গেছে, নদীর পাড় ঘেঁষে ওই এলাকার কিছু বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়। পরে গত ৪ এপ্রিল রাতে অভিযুক্তরা স্থানীয় দেলোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আজহারুল ইসলাম ও সুরুজ আলীকে মারধর করে তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় সুরুজ আলীর মৃত্যু হয়।
হামলার ঘটনায় গত ৬ এপ্রিল ১০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন বড়ইকান্দি গ্রামের দেলোয়ার হোসেন খোকন। অভিযুক্তরা হলেন রব মিয়া (৫৫), মাসুম মিয়া (২৬), জুয়েল মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৭), বাবুল মিয়া (৫৮), সোহান মিয়া সোহেল (২৬), সুলতান মিয়া (৩০), আবদুস সাত্তার (২৮), নওশাদ (৪০) ও কামরুল ইসলাম (২৯)। তাঁদের সবার বাড়ি দুর্গাপুরের আগাঢ়পাড়া গ্রামে এবং সবাই ড্রেজার মালিক।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘৬ এপ্রিল করা অভিযোগটি মামলা হিসেবে গৃহীত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নেত্রকোনার দুর্গাপুরে বালুর ড্রেজার মালিকদের হামলায় আহত সুরুজ আলীর (৭০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৪ এপ্রিল হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উপজেলার বড়ইকান্দি গ্রামের এই বাসিন্দা।
জানা গেছে, নদীর পাড় ঘেঁষে ওই এলাকার কিছু বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়। পরে গত ৪ এপ্রিল রাতে অভিযুক্তরা স্থানীয় দেলোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আজহারুল ইসলাম ও সুরুজ আলীকে মারধর করে তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় সুরুজ আলীর মৃত্যু হয়।
হামলার ঘটনায় গত ৬ এপ্রিল ১০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন বড়ইকান্দি গ্রামের দেলোয়ার হোসেন খোকন। অভিযুক্তরা হলেন রব মিয়া (৫৫), মাসুম মিয়া (২৬), জুয়েল মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৭), বাবুল মিয়া (৫৮), সোহান মিয়া সোহেল (২৬), সুলতান মিয়া (৩০), আবদুস সাত্তার (২৮), নওশাদ (৪০) ও কামরুল ইসলাম (২৯)। তাঁদের সবার বাড়ি দুর্গাপুরের আগাঢ়পাড়া গ্রামে এবং সবাই ড্রেজার মালিক।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘৬ এপ্রিল করা অভিযোগটি মামলা হিসেবে গৃহীত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
২৬ মিনিট আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
১ ঘণ্টা আগে