আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রাণ ফিরেছে নেত্রকোনার আটপাড়ার শাপলার বিলে। করোনার কারণে মৌসুমের শুরুর দিকে দর্শনার্থী কম হলেও এখন বাড়ছে পর্যটকদের সংখ্যা। প্রতিদিন বিস্তীর্ণ বিলের পানিতে ফুটে থাকা লাল, সাদা আর নীল শাপলা ফুল দেখতে ভিড় জমাচ্ছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন বিলে দেখা যাচ্ছে, শাপলা, পদ্ম, আর শালুক ফুলের অপরূপ দৃশ্য। এ যেন বিরাট এক শাপলার রাজ্য। যেখানে লতা-পাতা-গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা। বিলের যত ভেতরে যাওয়া যায় সবুজের আড়ালে ততই বাড়তে থাকে লালের সমারোহ। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।
নেত্রকোনার সদর থেকে ১৭ কিলোমিটার পূর্বে আটপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চল ডুবি। এ ছাড়াও উপজেলার দুওজ, চারিয়া, লুনেশ্বর, দক্ষিণ সোনাজুর, বালাইচ, বাহাদুরপুর এবং করাপধূপসহ বিভিন্ন গ্রামের বিলে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জলজ ফুলের বিস্তীর্ণ এলাকা বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকে। আষাঢ়ের শুরুতে বিলে প্রকৃতিগতভাবে ফুটে উঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি রঙের এই শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। আশ্বিনে পায় ভরা যৌবন।
কাছ থেকে দেখে মনে হয় প্রকৃতি যেন ডানা মেলে সাজিয়ে রেখেছে বিলের পুরো অঞ্চল। আর শাপলার এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। নৌকায় দিয়ে বিলের পানিতে বেড়িয়ে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন হাজারো দর্শনার্থী।
কার্তিক মাস পর্যন্ত বিলে শাপলার ফুল থাকে। এর পর ধীর ধীরে বিলের পানি নেমে যেতে থাকলে জমির আগাছা পরিষ্কার করে কৃষি কাজে নেমে পড়েন স্থানীয় কৃষকেরা।
প্রাণ ফিরেছে নেত্রকোনার আটপাড়ার শাপলার বিলে। করোনার কারণে মৌসুমের শুরুর দিকে দর্শনার্থী কম হলেও এখন বাড়ছে পর্যটকদের সংখ্যা। প্রতিদিন বিস্তীর্ণ বিলের পানিতে ফুটে থাকা লাল, সাদা আর নীল শাপলা ফুল দেখতে ভিড় জমাচ্ছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন বিলে দেখা যাচ্ছে, শাপলা, পদ্ম, আর শালুক ফুলের অপরূপ দৃশ্য। এ যেন বিরাট এক শাপলার রাজ্য। যেখানে লতা-পাতা-গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা। বিলের যত ভেতরে যাওয়া যায় সবুজের আড়ালে ততই বাড়তে থাকে লালের সমারোহ। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।
নেত্রকোনার সদর থেকে ১৭ কিলোমিটার পূর্বে আটপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চল ডুবি। এ ছাড়াও উপজেলার দুওজ, চারিয়া, লুনেশ্বর, দক্ষিণ সোনাজুর, বালাইচ, বাহাদুরপুর এবং করাপধূপসহ বিভিন্ন গ্রামের বিলে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জলজ ফুলের বিস্তীর্ণ এলাকা বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকে। আষাঢ়ের শুরুতে বিলে প্রকৃতিগতভাবে ফুটে উঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি রঙের এই শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। আশ্বিনে পায় ভরা যৌবন।
কাছ থেকে দেখে মনে হয় প্রকৃতি যেন ডানা মেলে সাজিয়ে রেখেছে বিলের পুরো অঞ্চল। আর শাপলার এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। নৌকায় দিয়ে বিলের পানিতে বেড়িয়ে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন হাজারো দর্শনার্থী।
কার্তিক মাস পর্যন্ত বিলে শাপলার ফুল থাকে। এর পর ধীর ধীরে বিলের পানি নেমে যেতে থাকলে জমির আগাছা পরিষ্কার করে কৃষি কাজে নেমে পড়েন স্থানীয় কৃষকেরা।
ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আনজুমান আরা ইকরাসহ অন্য প্রার্থীরা।
১৫ মিনিট আগেজামালপুরের মেলান্দহ উপজেলায় চোর অভিযোগে গণপিটুনিতে রিপন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহায় পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মোজাম্মেল মিস্ত্রীর ছেলে।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেরাজধানীর বারিধারা থেকে অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। আজ শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়া সিসা বার পরিচালিত হচ্ছিল।
১ ঘণ্টা আগে