Ajker Patrika

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. জহিরুল (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

এর আগে গতকাল শনিবার রাতে এ ঘটনায় ছাত্রদল নেতা জহিরুলসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ইমাম আব্দুল্লাহ আল মামুন।

অন্য আসামিরা হলেন উপজেলার সুতিয়াপাড়া গ্রামের মো. পলাশ (২৬) ও মো. রুবেল (৩৫)।

গ্রেপ্তার মো. জহিরুল উপজেলার সুতিয়াপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। ঘটনার পরপরই জহিরুলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রদল।

এদিকে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার খারছাইল গ্রামের বাসিন্দা। বর্তমানে দুর্গাপুর উপজেলার সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং একই এলাকার মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস ধরে আব্দুল্লাহ আল মামুন দুর্গাপুর উপজেলার সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং একই এলাকার মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি মাদ্রাসা কমিটির সভাপতির অনুমতি সাপেক্ষে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মাদ্রাসাসংলগ্ন টিনশেড ঘরে বসবাস শুরু করেন। ২ অক্টোবর রাত ২টার দিকে মোটরসাইকেলে কয়েক ব্যক্তি মাদ্রাসায় এসে তাঁকে নাম ধরে ডাকেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ইমাম টাকা দিতে অস্বীকার করলে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করা হয়। এ সময় তাঁর স্ত্রীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে তারা।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং মোবাইলের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ভিডিও ধারণ করে। এমনকি তারা মাদ্রাসার ঘুমন্ত দুই ছাত্রকে ডেকে তুলে ভয়ভীতি প্রদর্শন করে। হামলাকারীরা প্রায় চার ঘণ্টা মাদ্রাসায় অবস্থান করে চলে যায় এবং ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়।

পরদিন সকালে স্থানীয়দের সহায়তায় ইমাম ঘটনাটি মাদ্রাসা কমিটি ও স্থানীয় গণ্যমান্যদের অবহিত করেন। স্থানীয়ভাবে সমাধানের অপেক্ষায় থেকে পরে তিনি গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ