নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামের এক দম্পতিকে হাত-পা বেঁধে নির্যাতন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ এবং একই উপজেলার বিচিপাড়া গ্রামের আল আমিন। হানিফকে তাঁর নিজ গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা থেকে আটক করা হন।
জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোলট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে খোকনের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী বিউটি আক্তারের হাত, পা ও মুখ বেঁধে মারধর করে। পরে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি মোবাইল ফোন, ট্রাংক থেকে নগদ ৪৫ হাজার টাকা, স্বর্ণের তৈরি হাতের বালা, কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর শহিদুলকে তাঁর স্বজনেরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ব্যাপারে শহিদুল ইসলাম গতকাল রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই যুবদল নেতা হানিফ ও তাঁর সঙ্গী আল আমিনকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে হানিফ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। আগামীকাল শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামের এক দম্পতিকে হাত-পা বেঁধে নির্যাতন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ এবং একই উপজেলার বিচিপাড়া গ্রামের আল আমিন। হানিফকে তাঁর নিজ গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা থেকে আটক করা হন।
জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোলট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে খোকনের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী বিউটি আক্তারের হাত, পা ও মুখ বেঁধে মারধর করে। পরে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি মোবাইল ফোন, ট্রাংক থেকে নগদ ৪৫ হাজার টাকা, স্বর্ণের তৈরি হাতের বালা, কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর শহিদুলকে তাঁর স্বজনেরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ব্যাপারে শহিদুল ইসলাম গতকাল রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই যুবদল নেতা হানিফ ও তাঁর সঙ্গী আল আমিনকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে হানিফ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। আগামীকাল শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
৮ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২৪ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২৪ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২৯ মিনিট আগে