নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউসা উচ্চবিদ্যালয়ের চার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে গিয়ে চাকরির আবেদনপত্র জমা দিলে তা প্রধান শিক্ষক নিচ্ছেন না বলে জানান কয়েকজন চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার এই অভিযোগপত্রটি দেন চাকরি প্রত্যাশীরা।
চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র না নেওয়ার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ার বাধ্যবাধকতা নেই।’ তবে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ায় হলো নিয়ম।’
নিয়োগ সংশ্লিষ্ট লোকজন জানান, বাউসা উচ্চবিদ্যালয়ের জন্য ল্যাব অপারেটর, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে চারজনের নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৮ মার্চ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলা হয়। কিন্তু চাকরি প্রত্যাশীরা আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তা না অফিসে ফেলে রেখে যেতে বলেন। এই ঘটনার প্রতিকার চেয়ে চাকরি প্রত্যাশীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরিপ্রত্যাশী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মিয়া বলেন, ‘৫ এপ্রিল বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে যাই। কিন্তু প্রধান শিক্ষক আবেদনপত্র জমা নেওয়া কপিতে সই দেবেন না বলে জানান। এ কারণে আবেদনপত্র জমা দিতে ভরসা পাইনি। তাই জমা দিইনি। কিছুক্ষণ পরে দেখলাম অন্য একজনের আবেদনপত্রে তারিখসহ রিসিভ করা হয়েছে। হয়তো পছন্দের কাউকে নিয়োগ দিতেই প্রধান শিক্ষক এমনটা করছেন।’
মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা নিরাপত্তাকর্মী পদের আবেদনকারী নুর মোহাম্মদ ও এনায়েত কবিরের বক্তব্যও মিয়ার মতো। তাঁদের অভিযোগ, ‘এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ সব মিলিয়ে একটা আবেদন করতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়। কিন্তু অফিশিয়ালি সেটা রিসিভ না করলে আমরা কোনো ভরসায় জমা দেব? গরিব বলেই তো ছোট পদে চাকরি করতে চাইছি। এখন টাকা খরচ করেও আমার আবেদন জমা দিতে পারিনি। আমরা এর বিচার চাই।’
আটপাড়া উপজেলার নিরাপত্তাকর্মী পদে আবেদনকারী মনির হোসেন বলেন, ‘প্রথমে আমি আরও কয়েকজনের সঙ্গে আবেদনপত্র জমা দিতে গিয়েছিলাম তখন রিসিভ করেননি। পরে আমি একা গিয়েছি তারপর রিসিভ কপিতে সই করে জমা রেখেছেন। স্থানীয় হিসেবে আমার সঙ্গে কোনো ঝামেলা করেননি।’
এ বিষয়ে বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘রিসিভ কপিতে সই করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তাই তাঁদের এভাবেই জমা করে রেখে যেতে বলা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘রিসিভ করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তবে প্রধান শিক্ষক ভালো মানুষ রিসিভ ছাড়া এমনিতে জমা দিলেও কোনো সমস্যা হবে না।’
বিষয়টি অবহিত করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘চাকরিপ্রত্যাশী আবেদন সরাসরি বিদ্যালয়ে জমা দিলে অবশ্যই রিসিভ কপিতে সিল-স্বাক্ষর দিয়ে জমা রাখতে হবে। এটাই নিয়ম। আমি এ বিষয়ে প্রধান শিক্ষককে বলেছি রিসিভ কপিতে সই দিয়ে আবেদনপত্র জমা রাখতে।’
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউসা উচ্চবিদ্যালয়ের চার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে গিয়ে চাকরির আবেদনপত্র জমা দিলে তা প্রধান শিক্ষক নিচ্ছেন না বলে জানান কয়েকজন চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার এই অভিযোগপত্রটি দেন চাকরি প্রত্যাশীরা।
চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র না নেওয়ার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ার বাধ্যবাধকতা নেই।’ তবে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ায় হলো নিয়ম।’
নিয়োগ সংশ্লিষ্ট লোকজন জানান, বাউসা উচ্চবিদ্যালয়ের জন্য ল্যাব অপারেটর, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে চারজনের নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৮ মার্চ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলা হয়। কিন্তু চাকরি প্রত্যাশীরা আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তা না অফিসে ফেলে রেখে যেতে বলেন। এই ঘটনার প্রতিকার চেয়ে চাকরি প্রত্যাশীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরিপ্রত্যাশী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মিয়া বলেন, ‘৫ এপ্রিল বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে যাই। কিন্তু প্রধান শিক্ষক আবেদনপত্র জমা নেওয়া কপিতে সই দেবেন না বলে জানান। এ কারণে আবেদনপত্র জমা দিতে ভরসা পাইনি। তাই জমা দিইনি। কিছুক্ষণ পরে দেখলাম অন্য একজনের আবেদনপত্রে তারিখসহ রিসিভ করা হয়েছে। হয়তো পছন্দের কাউকে নিয়োগ দিতেই প্রধান শিক্ষক এমনটা করছেন।’
মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা নিরাপত্তাকর্মী পদের আবেদনকারী নুর মোহাম্মদ ও এনায়েত কবিরের বক্তব্যও মিয়ার মতো। তাঁদের অভিযোগ, ‘এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ সব মিলিয়ে একটা আবেদন করতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়। কিন্তু অফিশিয়ালি সেটা রিসিভ না করলে আমরা কোনো ভরসায় জমা দেব? গরিব বলেই তো ছোট পদে চাকরি করতে চাইছি। এখন টাকা খরচ করেও আমার আবেদন জমা দিতে পারিনি। আমরা এর বিচার চাই।’
আটপাড়া উপজেলার নিরাপত্তাকর্মী পদে আবেদনকারী মনির হোসেন বলেন, ‘প্রথমে আমি আরও কয়েকজনের সঙ্গে আবেদনপত্র জমা দিতে গিয়েছিলাম তখন রিসিভ করেননি। পরে আমি একা গিয়েছি তারপর রিসিভ কপিতে সই করে জমা রেখেছেন। স্থানীয় হিসেবে আমার সঙ্গে কোনো ঝামেলা করেননি।’
এ বিষয়ে বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘রিসিভ কপিতে সই করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তাই তাঁদের এভাবেই জমা করে রেখে যেতে বলা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘রিসিভ করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তবে প্রধান শিক্ষক ভালো মানুষ রিসিভ ছাড়া এমনিতে জমা দিলেও কোনো সমস্যা হবে না।’
বিষয়টি অবহিত করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘চাকরিপ্রত্যাশী আবেদন সরাসরি বিদ্যালয়ে জমা দিলে অবশ্যই রিসিভ কপিতে সিল-স্বাক্ষর দিয়ে জমা রাখতে হবে। এটাই নিয়ম। আমি এ বিষয়ে প্রধান শিক্ষককে বলেছি রিসিভ কপিতে সই দিয়ে আবেদনপত্র জমা রাখতে।’
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতা মিছিল নিয়ে এসে দরবার শরীফে হামলা চালালে, নুরাল পাগলের ভক্তরা এর পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়। এ সময় পুলিশের ওপর হামলা...
১১ মিনিট আগেআরেক স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, "সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সবাই তাকে ভয় পায়। মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে সে জড়িত। সে প্রকাশ্যে চার রাউন্ড ফাঁকা গুলি করে। পরে জনতা ধাওয়া করলে সে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৩৩ মিনিট আগেযশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি সীমান্তে অবস্থান করছিলেন। শুক্রবার (৫ সেপ্টম্বর) রাত ৮টার দিকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর..
১ ঘণ্টা আগেউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নে বর্তমানে ১০ হেক্টর জমিতে ৮০ জন কৃষক মাছের ঘেরে অমৌসুমী তরমুজ চাষ করেছেন। কৃষকদের বীজ, সার, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপন ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি জমি নষ্ট...
১ ঘণ্টা আগে