কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম করায় পিআইসির তিন সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এ নোটিশ পাঠিয়েছেন ইউএনও আসাদুজ্জামান। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহীর কার্যালয়ের অফিস সহকারী মো. তরিকুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, উপজেলার লেংগুড়া ইউনিয়নের নাগাভাগা হাওরের ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হয়নি। বাঁধের ঢাল এবং সেকশন ঠিক নেই। বাঁধের কাছ থেকে মাটি কাটা হয়েছে–যা বাঁধের জন্য ক্ষতিকর। মাটির কাজে অতিরিক্ত বালুর ব্যবহার করা হয়েছে। প্রাক্কলনে অন্তর্ভুক্ত থাকলেও বাঁধের কোথাও টার্ফিং করা হয়নি।
এর আগে গত শনিবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘পারিবারিক প্রকল্পে অযথা তিন বাঁধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে রোববার সরেজমিন তদন্ত করে সেই প্রকল্পের সভাপতিদের শোকজ নোটিশ পাঠান ইউএনও। শোকজে মঙ্গলবারের মধ্যে পাউবোর ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ পেয়েছেন একই পরিবারের তিন ভাই। বাঁধের প্রয়োজন না থাকলেও তিনটি পিআইসির অনুমোদন করিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগ নেতা উসমান গনি। সেই বাঁধের কাজ করা হয় অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন বহির্ভূত। এ বিষয়ে বক্তব্য চাইলে আওয়ামী লীগ নেতা উসমান গনি অসদাচরণ ও ধমক দিয়ে ফোন কেটে দেন।
অনিয়ম থাকা সত্ত্বেও ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। পরে অনিয়মের সংবাদ প্রকাশিত হলে সরেজমিন তদন্ত করেন উপজেলা পিআইসি কমিটির সভাপতি ইউএনও আসাদুজ্জামান। তদন্ত সাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ দেন সেই তিন প্রকল্পের সভাপতিদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশনের বাইরে বাঁধের কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নেত্রকোনার কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম করায় পিআইসির তিন সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এ নোটিশ পাঠিয়েছেন ইউএনও আসাদুজ্জামান। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহীর কার্যালয়ের অফিস সহকারী মো. তরিকুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, উপজেলার লেংগুড়া ইউনিয়নের নাগাভাগা হাওরের ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হয়নি। বাঁধের ঢাল এবং সেকশন ঠিক নেই। বাঁধের কাছ থেকে মাটি কাটা হয়েছে–যা বাঁধের জন্য ক্ষতিকর। মাটির কাজে অতিরিক্ত বালুর ব্যবহার করা হয়েছে। প্রাক্কলনে অন্তর্ভুক্ত থাকলেও বাঁধের কোথাও টার্ফিং করা হয়নি।
এর আগে গত শনিবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘পারিবারিক প্রকল্পে অযথা তিন বাঁধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে রোববার সরেজমিন তদন্ত করে সেই প্রকল্পের সভাপতিদের শোকজ নোটিশ পাঠান ইউএনও। শোকজে মঙ্গলবারের মধ্যে পাউবোর ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ পেয়েছেন একই পরিবারের তিন ভাই। বাঁধের প্রয়োজন না থাকলেও তিনটি পিআইসির অনুমোদন করিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগ নেতা উসমান গনি। সেই বাঁধের কাজ করা হয় অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন বহির্ভূত। এ বিষয়ে বক্তব্য চাইলে আওয়ামী লীগ নেতা উসমান গনি অসদাচরণ ও ধমক দিয়ে ফোন কেটে দেন।
অনিয়ম থাকা সত্ত্বেও ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। পরে অনিয়মের সংবাদ প্রকাশিত হলে সরেজমিন তদন্ত করেন উপজেলা পিআইসি কমিটির সভাপতি ইউএনও আসাদুজ্জামান। তদন্ত সাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ দেন সেই তিন প্রকল্পের সভাপতিদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশনের বাইরে বাঁধের কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার মা-বাবা বলে ডাক দিয়েছেন সায়েম।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
১ ঘণ্টা আগে