দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে কামারশিল্পে নেই আগের সেই ব্যস্ততা। একসময় ঈদের আগে কামারের দোকানগুলো হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকলেও এখন যেন থমকে আছে পুরো শিল্প।
উপজেলার দেশওয়ালীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদ মাত্র এক সপ্তাহ দূরে থাকলেও কামারদের দোকানে নেই ক্রেতাদের ভিড়। সারা বছরের মধ্যে এই একবার ভালো বিক্রির আশায় থাকেন কামারেরা। তবে এবারও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ তারা।
কামারশিল্পীরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও চায়না পণ্যে বাজার সয়লাব হওয়ায় তাদের তৈরি দা, ছুরি, চাপাতির চাহিদা কমে গেছে। এতে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। ফলে বিলুপ্তির মুখে ঐতিহ্যবাহী এই হস্তশিল্প।
কামারশিল্পী পরিতোষ কর্মকার বলেন, ‘৪০ বছর ধরে এই পেশায় আছি। আগে কোরবানির ঈদের এক মাস আগে থেকেই দিন-রাত কাজ করতে হতো। এখন আমাদের তৈরি লোহার জিনিসপত্রের চাহিদা নেই বললেই চলে। অনেকেই পেশা ছেড়ে দিচ্ছে, আমি শুধু পূর্বপুরুষের পেশা বলেই ধরে আছি।’
আরেক কামার মিটু কর্মকার বলেন, ‘বাজারে আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য হওয়ায় আমাদের তৈরি সরঞ্জামের আর চাহিদা নেই। সংসার চালাতেও কষ্ট হয়।’
চকলেংগুরার কামার লিটন বলেন, ‘এই ঈদেও হাতে তেমন কাজ নেই। বাজার আধুনিক যন্ত্রের দখলে চলে যাওয়ায় কামারদের কদর একেবারেই কমে গেছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাশুল তালুকদার বলেন, ‘কামারদের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই পেশাজীবীদের সহায়তা ও কামারশিল্পকে টিকিয়ে রাখার পরিকল্পনা চলমান রয়েছে।’
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে কামারশিল্পে নেই আগের সেই ব্যস্ততা। একসময় ঈদের আগে কামারের দোকানগুলো হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকলেও এখন যেন থমকে আছে পুরো শিল্প।
উপজেলার দেশওয়ালীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদ মাত্র এক সপ্তাহ দূরে থাকলেও কামারদের দোকানে নেই ক্রেতাদের ভিড়। সারা বছরের মধ্যে এই একবার ভালো বিক্রির আশায় থাকেন কামারেরা। তবে এবারও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ তারা।
কামারশিল্পীরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও চায়না পণ্যে বাজার সয়লাব হওয়ায় তাদের তৈরি দা, ছুরি, চাপাতির চাহিদা কমে গেছে। এতে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। ফলে বিলুপ্তির মুখে ঐতিহ্যবাহী এই হস্তশিল্প।
কামারশিল্পী পরিতোষ কর্মকার বলেন, ‘৪০ বছর ধরে এই পেশায় আছি। আগে কোরবানির ঈদের এক মাস আগে থেকেই দিন-রাত কাজ করতে হতো। এখন আমাদের তৈরি লোহার জিনিসপত্রের চাহিদা নেই বললেই চলে। অনেকেই পেশা ছেড়ে দিচ্ছে, আমি শুধু পূর্বপুরুষের পেশা বলেই ধরে আছি।’
আরেক কামার মিটু কর্মকার বলেন, ‘বাজারে আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য হওয়ায় আমাদের তৈরি সরঞ্জামের আর চাহিদা নেই। সংসার চালাতেও কষ্ট হয়।’
চকলেংগুরার কামার লিটন বলেন, ‘এই ঈদেও হাতে তেমন কাজ নেই। বাজার আধুনিক যন্ত্রের দখলে চলে যাওয়ায় কামারদের কদর একেবারেই কমে গেছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাশুল তালুকদার বলেন, ‘কামারদের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই পেশাজীবীদের সহায়তা ও কামারশিল্পকে টিকিয়ে রাখার পরিকল্পনা চলমান রয়েছে।’
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
৮ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২৪ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২৪ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২৯ মিনিট আগে