নাটোর প্রতিনিধি
নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে। শহরেজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কাল শনিবার জেলা শহরের উপশহর মাঠে ১০ দফা দাবি আদায়ে অবস্থান ও ইফতার মাহফিল করার কথা রয়েছে জেলা বিএনপির। অন্যদিকে একই মাঠে শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ওই স্থানে পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের কথা পুনর্ব্যক্ত করেন দলের নেতারা। এ সময় তাঁরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে উপশহর এলাকায় তাঁদের ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এই কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের উপস্থিত থাকার কথা। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোক মোটরসাইকেলযোগে এসে মঞ্চ ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। আমরা জেনেছি, বিকেলে দলীয় কার্যালয়ে এই পরিকল্পনার করেন আওয়ামী লীগের নেতারা।’
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে শনিবারের কর্মসূচির জন্য আগে থেকেই পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে। ইফতার মাহফিল সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন হঠাৎ করে একই স্থানে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এটি একটি পরিকল্পিত ঘটনা। আবার আমাদের কর্মসূচি পালনে কোনো মিলনায়তন ভাড়া দেওয়া হয় না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই পূর্বনির্ধারিত স্থানেই আমরা যথাসময়ে কর্মসূচি পালন করব।’
তবে মঞ্চ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচিও পূর্বঘোষিত। শুধু মাইকিং করা হয়েছে দুই দিন আগে। আওয়ামী লীগের কেউ মঞ্চ ভাঙচুর করেনি। আমাদের ধারণা, বিএনপি তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকে নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। শনিবার যথাসময়ে সমাবেশ শুরু হবে ৷ ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের একই স্থানে সভা আহ্বানের বিষয়টি জেনেছি। পরিস্থিতি দেখে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোর জেলা পুলিশ সুপার সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের একই স্থানে কর্মসূচি ঘোষণার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা কিছু করণীয় সবই করা হবে।’
নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে। শহরেজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কাল শনিবার জেলা শহরের উপশহর মাঠে ১০ দফা দাবি আদায়ে অবস্থান ও ইফতার মাহফিল করার কথা রয়েছে জেলা বিএনপির। অন্যদিকে একই মাঠে শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ওই স্থানে পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের কথা পুনর্ব্যক্ত করেন দলের নেতারা। এ সময় তাঁরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে উপশহর এলাকায় তাঁদের ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এই কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের উপস্থিত থাকার কথা। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোক মোটরসাইকেলযোগে এসে মঞ্চ ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। আমরা জেনেছি, বিকেলে দলীয় কার্যালয়ে এই পরিকল্পনার করেন আওয়ামী লীগের নেতারা।’
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে শনিবারের কর্মসূচির জন্য আগে থেকেই পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে। ইফতার মাহফিল সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন হঠাৎ করে একই স্থানে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এটি একটি পরিকল্পিত ঘটনা। আবার আমাদের কর্মসূচি পালনে কোনো মিলনায়তন ভাড়া দেওয়া হয় না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই পূর্বনির্ধারিত স্থানেই আমরা যথাসময়ে কর্মসূচি পালন করব।’
তবে মঞ্চ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচিও পূর্বঘোষিত। শুধু মাইকিং করা হয়েছে দুই দিন আগে। আওয়ামী লীগের কেউ মঞ্চ ভাঙচুর করেনি। আমাদের ধারণা, বিএনপি তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকে নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। শনিবার যথাসময়ে সমাবেশ শুরু হবে ৷ ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের একই স্থানে সভা আহ্বানের বিষয়টি জেনেছি। পরিস্থিতি দেখে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোর জেলা পুলিশ সুপার সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের একই স্থানে কর্মসূচি ঘোষণার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা কিছু করণীয় সবই করা হবে।’
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট...
১১ মিনিট আগেমেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেসামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে সড়কে। থাকে কমপক্ষে সপ্তাহ ধরে। আর যদি এরমধ্যে আবারও বৃষ্টি হয় তাহলে দুর্ভোগের সময় বাড়ে আরও কয়েকগুণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলুটারি সড়কে এমন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় এ দূর্দশার সৃষ্টি হয় বলে...
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে দুই সন্তানসহ বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বউবাজারে লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে