Ajker Patrika

নাটোরে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
নাটোরে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে হেরোইন রাখার দায়ে সোহেল রানা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই দণ্ডাদেশ দিয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহেল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ি এলাকার বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস বিপ্লব পরিবহনে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাসের ভেতর থেকে সোহেল নামের একজনকে তল্লাশি করে এক শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নাটোর সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করে।

নাটোর জজ আদালতের এপিপি আরিফুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের বিচারক এ আদেশ দেন। আসামির আগের হাজতবাস এই দণ্ড থেকে বাদ যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

আ.লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়াদাওয়া, তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

রাজশাহীতে পিস্তল হাতে ভাইরাল ছাত্রলীগ নেতা, পুলিশের দাবি—নজরে আসেনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত