বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা বাজারে এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর স্থানীয় পাকা বাজারের দোকানি রিপনের ক্যাবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তাঁর খেলা দেখতে বিঘ্ন ঘটায় কেউ তার ক্যাবল কেটে দিয়েছে বলে তিনি ধারণা করেন। পরে তিনি ওই বাজারের অন্যদেরও ক্যাবল কেটে দেন। এর ফলে স্থানীয় রেজাউল ও রিপন দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।
এরই জেরে সোমবার সন্ধ্যার দিকে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে রিপন গ্রুপের রিপন (৩৪), শাকিল (৩০), দিগন্ত (২৩) এবং রেজাউল গ্রুপের রেজাউল (৪৫), কানন (২৭), মাসুদ (২৬), জমসেদ (৫৫) এবং শাকিলকে (২৫) বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বলেন, ‘দুই গ্রুপেরই শাকিল নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা বাজারে এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর স্থানীয় পাকা বাজারের দোকানি রিপনের ক্যাবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তাঁর খেলা দেখতে বিঘ্ন ঘটায় কেউ তার ক্যাবল কেটে দিয়েছে বলে তিনি ধারণা করেন। পরে তিনি ওই বাজারের অন্যদেরও ক্যাবল কেটে দেন। এর ফলে স্থানীয় রেজাউল ও রিপন দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।
এরই জেরে সোমবার সন্ধ্যার দিকে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে রিপন গ্রুপের রিপন (৩৪), শাকিল (৩০), দিগন্ত (২৩) এবং রেজাউল গ্রুপের রেজাউল (৪৫), কানন (২৭), মাসুদ (২৬), জমসেদ (৫৫) এবং শাকিলকে (২৫) বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বলেন, ‘দুই গ্রুপেরই শাকিল নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম ধলাই সেতুর কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ধলাই সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
২৫ মিনিট আগেনাটোরের লালপুরে খেলা মনে করে এক শিশু চাবি ঘুরিয়ে অটোরিকশা চালিয়ে দিলে সেটির ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেকুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ বাজি আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদস্যরা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট দক্ষিণ ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে