লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, সিম ও মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. রাজু আলী (২৮), পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), শান্ত আহমেদ (১৯), মো. সোহান আলী (২০) ও মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২২)।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নওপাড়া ও পানসিপাড়া গ্রামের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করে তারা। অভিযানে তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ২২টি দামি মোবাইল, ৭০টির অধিক মোবাইল সিম কার্ড, ৪০ পিস ইয়াবা, শুকনো গাঁজা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও কণ্ঠস্বর পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাঁরা ইমো হ্যাকিং ও ব্যাংক রিসিট জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রগুলো সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা সুরক্ষা আইনে থানায় দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করেছিল যৌথ বাহিনী। সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। হ্যাকার, ব্যাংক রিসিট জালিয়াতি চক্র ও মাদক কারবারি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, সিম ও মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. রাজু আলী (২৮), পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), শান্ত আহমেদ (১৯), মো. সোহান আলী (২০) ও মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২২)।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নওপাড়া ও পানসিপাড়া গ্রামের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করে তারা। অভিযানে তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ২২টি দামি মোবাইল, ৭০টির অধিক মোবাইল সিম কার্ড, ৪০ পিস ইয়াবা, শুকনো গাঁজা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও কণ্ঠস্বর পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাঁরা ইমো হ্যাকিং ও ব্যাংক রিসিট জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রগুলো সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা সুরক্ষা আইনে থানায় দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করেছিল যৌথ বাহিনী। সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। হ্যাকার, ব্যাংক রিসিট জালিয়াতি চক্র ও মাদক কারবারি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৩ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৩ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে