বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। চাঁদা না দিলে ভয়ভীতি দেখানো হয় এবং পরে জোরপূর্বক ১৫ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই নারী সদস্য।
অভিযোগকারী হাসিনা খাতুন নগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি জানান, ‘কাবিখা’ প্রকল্পের আওতায় ‘মেরীগাছা ব্রিজ থেকে নিতাইনগর পাকা রাস্তা পর্যন্ত’ আড়াই লাখ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ চলছে। এ কাজকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ধানাইদহ পূর্বপাড়া গ্রামের মৃত আত্বাব আলী সরকারের ছেলে মিজানুর রহমান মিজান, কয়েন পশ্চিমপাড়া গ্রামের ফয়সাল আহম্মেদ এবং যুবদলের নগর ইউনিয়ন শাখার সহসভাপতি দোগাছী গ্রামের আব্দুল খালেক।
হাসিনা খাতুন বলেন, ‘ওই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমাকে ভয়ভীতি দেখায়। পরে ধানাইদহ মুন্নাপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে কাওছার আহমেদের মোটরসাইকেলে করে বনপাড়ায় নিয়ে যায়। সেখানকার জনতা ব্যাংক থেকে টাকা তুলে তারা আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নেয়। এখন বাকি ৫ হাজার টাকার জন্য চাপ দিচ্ছে।’
তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানানোর পর তদন্তে সেনাবাহিনীর একটি দল আসে। পরে অভিযুক্তরা টাকা ফেরত দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।
অভিযুক্ত যুবদল নেতা আব্দুল খালেক বলেন, ‘কাবিখা প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে না করে খননযন্ত্র দিয়ে করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। চাঁদা না দিলে ভয়ভীতি দেখানো হয় এবং পরে জোরপূর্বক ১৫ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই নারী সদস্য।
অভিযোগকারী হাসিনা খাতুন নগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি জানান, ‘কাবিখা’ প্রকল্পের আওতায় ‘মেরীগাছা ব্রিজ থেকে নিতাইনগর পাকা রাস্তা পর্যন্ত’ আড়াই লাখ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ চলছে। এ কাজকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ধানাইদহ পূর্বপাড়া গ্রামের মৃত আত্বাব আলী সরকারের ছেলে মিজানুর রহমান মিজান, কয়েন পশ্চিমপাড়া গ্রামের ফয়সাল আহম্মেদ এবং যুবদলের নগর ইউনিয়ন শাখার সহসভাপতি দোগাছী গ্রামের আব্দুল খালেক।
হাসিনা খাতুন বলেন, ‘ওই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমাকে ভয়ভীতি দেখায়। পরে ধানাইদহ মুন্নাপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে কাওছার আহমেদের মোটরসাইকেলে করে বনপাড়ায় নিয়ে যায়। সেখানকার জনতা ব্যাংক থেকে টাকা তুলে তারা আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নেয়। এখন বাকি ৫ হাজার টাকার জন্য চাপ দিচ্ছে।’
তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানানোর পর তদন্তে সেনাবাহিনীর একটি দল আসে। পরে অভিযুক্তরা টাকা ফেরত দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।
অভিযুক্ত যুবদল নেতা আব্দুল খালেক বলেন, ‘কাবিখা প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে না করে খননযন্ত্র দিয়ে করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগের্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
১৬ মিনিট আগেসিলেটের জলাবনখ্যাত রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেন।
২৩ মিনিট আগেনীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ মিনিট আগে