Ajker Patrika

সবুজ পল্লী সাহিত্য পত্রিকার উদ্বোধনী 

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
সবুজ পল্লী সাহিত্য পত্রিকার উদ্বোধনী 

৯৬ বছর পর ঢাকা থেকে প্রকাশিত `সবুজ পল্লী সাহিত্য' পত্রিকার দ্বিতীয় সংস্করণ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। 

আজ সোমবার বিকেলে উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রাঙ্গণে `সবুজ পল্লী সাহিত্য' দ্বিতীয় সংস্করণ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

`সবুজ পল্লী সাহিত্য' দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করেন প্রত্ন সংগ্রাহক ও গবেষক। প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ফোকলোর গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। 

`সবুজ পল্লি সাহিত্য' পত্রিকার সম্পাদক কবি দয়াল ফারুকের সভাপতিত্বে ও চলো গড়ি বেলাব গ্রুপ এর এডমিন প্যানেলের সদস্য মো. তানভীর হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর তত্ত্বাবধায়ক মো. খায়রুল বাকের, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইকবাল খন্দকার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজেস্ট্রার আলম তাজ বেগম, বাংলাদেশ বেতার সংগীত প্রযোজক মো. লিয়াকত আলী, নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মেরাজ মাহমুদ মিরাজ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইন্জিনিয়ার মোঃ খায়রুল বাকের বলেন, আশা করবো সবুজ পল্লী সাহিত্য পত্রিকা সমাজের দর্পণ হিসেবে সঠিকভাবে কাজ করবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত