নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন।
সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন।
সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে