প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে একদিনে আরও ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭১২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন ও ৩১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ৬১ জনসহ মোট ১৩০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৫ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫৫ জন, রায়পুরায় ৩ জন, বেলাবতে ১৫ জন, মনোহরদীতে ৩৩ জন, শিবপুরে ২১ জন ও পলাশে তিনজন রয়েছেন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭০৮ জন, শিবপুরে ১০১৪ জন, পলাশে ১৩৩৩ জন, মনোহরদীতে ৫৬৩ জন, বেলাবতে ৫৮৭ জন ও রায়পুরাতে ৪৮১ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪২ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৬৫৭ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৫৮০ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে সাতজন, বেলাবতে নয়জন, রায়পুরায় ১০, মনোহরদীতে ছয়জন ও শিবপুরে নয়জন রয়েছে।
নরসিংদীতে একদিনে আরও ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭১২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন ও ৩১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ৬১ জনসহ মোট ১৩০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৫ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫৫ জন, রায়পুরায় ৩ জন, বেলাবতে ১৫ জন, মনোহরদীতে ৩৩ জন, শিবপুরে ২১ জন ও পলাশে তিনজন রয়েছেন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭০৮ জন, শিবপুরে ১০১৪ জন, পলাশে ১৩৩৩ জন, মনোহরদীতে ৫৬৩ জন, বেলাবতে ৫৮৭ জন ও রায়পুরাতে ৪৮১ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪২ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৬৫৭ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৫৮০ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে সাতজন, বেলাবতে নয়জন, রায়পুরায় ১০, মনোহরদীতে ছয়জন ও শিবপুরে নয়জন রয়েছে।
প্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
৩ ঘণ্টা আগেঝালকাঠির রাজাপুরে একটি এতিমখানায় ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা। এটির অবস্থান উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে। কাগজ-কলমে প্রতিষ্ঠানটিতে ৩৮ জন শিশু থাকলেও বাস্তব চিত্র অন্যরকম।
৩ ঘণ্টা আগেরাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে