Ajker Patrika

নরসিংদীতে ৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে ৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নরসিংদীতে একদিনে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। আজ শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৪১ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে মোট ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে ৬৯টি নমুনা পরীক্ষার ফল পেন্ডিং রয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় ২৪ দশমিক ১০ শতাংশ। শনাক্তদের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। পেন্ডিং থাকায় অন্যান্য উপজেলার ফল পাওয়া যায়নি। 

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ৫৭৯ জন, শিবপুরে ৯৯৮ জন, পলাশে ১ হাজার ৩২১ জন, মনোহরদীতে ৫২৯ জন, বেলাবতে ৫৪৩ জন ও রায়পুরাতে ৪৭১ জন। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৫৮ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৪৮৯ জন। 

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭ জন, বেলাবতে ৮ জন, রায়পুরায় ৯ জন, মনোহরদী ৬ জন ও শিবপুরে ১০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত