নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে তাৎক্ষণিক ১০ শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।
পরে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।
জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম সহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না। আজ রোববার (২০ জুলাই) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষাকেন্দ্র হওয়ায় বিএনপি নেতারা বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসেবে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়। এতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও পরে তা অস্বীকার করে। তখন বলে শুধু তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।
এ ব্যাপারে আগামী শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, ‘যেহেতু এই কলেজে কোনো ধরনের রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না, সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে? এরই পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ বহিষ্কারের বিষয়টি তিনি অস্বীকার করেন।
নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে তাৎক্ষণিক ১০ শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।
পরে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।
জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম সহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না। আজ রোববার (২০ জুলাই) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষাকেন্দ্র হওয়ায় বিএনপি নেতারা বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসেবে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়। এতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও পরে তা অস্বীকার করে। তখন বলে শুধু তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।
এ ব্যাপারে আগামী শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, ‘যেহেতু এই কলেজে কোনো ধরনের রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না, সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে? এরই পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ বহিষ্কারের বিষয়টি তিনি অস্বীকার করেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে