Ajker Patrika

যে কারণে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০: ২৩
যে কারণে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সেক্রেটারি লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কমিটি বিলুপ্তের কারণ হিসেবে ‘মেয়াদোত্তীর্ণ’ উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ১০ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেলকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে আহ্বায়ক পদে থাকা হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকা হাসনাত রহমান বিন্দুকে দায়িত্ব দেওয়া হয়।

তবে ছাত্রলীগের মহানগর কমিটি বিলুপ্ত করা হলেও একই সময়ে গঠিত হওয়া জেলা কমিটি অক্ষুণ্ন রাখা রয়েছে। আর তাই বিলুপ্ত কমিটির কারণ নিয়ে চলছে নানান গুঞ্জন। কথিত রয়েছে, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে আসার পরও ছাত্রলীগের উপস্থিতি না দেখে ক্ষুব্ধ হয়েছেন নেতারা। আর তারই অংশ হিসেবে বিলুপ্ত করা হতে পারে এই কমিটি।

উল্লেখ্য, ১৬ জানুয়ারী অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগের মহানগর নেতারা কোনো প্রচার-প্রচারণায় নামেননি। মাঝে একদিন প্রচারণা করলেও নির্বাচনের সার্বিক কাজে দেখা যায়নি তাঁদের সক্রিয় ভূমিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত