Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে হিজড়াদের বিজয় র‍্যালি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৭
সিদ্ধিরগঞ্জে হিজড়াদের বিজয় র‍্যালি

বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজয় র‍্যালি করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংস্থার সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে এ বিজয় র‍্যালি করা হয়।

এ সময় অর্ধশতাধিক হিজড়া বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন। বিজয় র‍্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া হিজড়াদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল জাতীয় পতাকা। এ সময় তাঁরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দেন। 

এদিকে হিজড়াদের র‍্যালি দেখতে অসংখ্য মানুষ রাস্তায় ভিড় করে। এ সময় দর্শনার্থীদের অনেকেই মোবাইল ফোনে তাঁদের ছবি তোলে, অনেকেই আবার তাঁদের ভিডিও ধারণ করে। 

এ বিষয়ে সন্ধ্যা নামের এক হিজড়া জানান, ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা এ বিজয় র‍্যালির আয়োজন করেছি।

রুবিনা নামের আরেক হিজড়া জানান, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত