নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীর পূর্বাচলে বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের নিচে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে শেখ হাসিনা স্মরণীর তিন নম্বর ব্রিজের আন্ডারপাস এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের সামনের অংশটি ভেঙে যায় এবং এক পাশে কাত হয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা আকস্মিক ধাক্কায় জখম হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য ছিলেন। তাঁরা পূর্বাচল সি শেল পার্কে পিকনিকের জন্য রওনা হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি সকাল ১০টার দিকে আন্ডারপাসের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। আটকে পড়া বাসটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’
কেন বাসটি আটকে গেল, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চালকের আন্ডারপাসের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
তিতাস গ্যাসের সিবিএ নেতা আয়েজউদ্দিন জানান, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দ্রুতগতিতে বাস চলতে থাকার সময় হঠাৎ আটকে যাওয়ায় যাত্রীরা বেশ আঘাত পেয়েছেন। ১০ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ও বাকিরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের সঙ্গে লেগে যায়। এতে অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাসের চালককে পাওয়া যায়নি।
রাজধানীর পূর্বাচলে বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের নিচে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে শেখ হাসিনা স্মরণীর তিন নম্বর ব্রিজের আন্ডারপাস এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের সামনের অংশটি ভেঙে যায় এবং এক পাশে কাত হয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা আকস্মিক ধাক্কায় জখম হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য ছিলেন। তাঁরা পূর্বাচল সি শেল পার্কে পিকনিকের জন্য রওনা হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি সকাল ১০টার দিকে আন্ডারপাসের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। আটকে পড়া বাসটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’
কেন বাসটি আটকে গেল, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চালকের আন্ডারপাসের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
তিতাস গ্যাসের সিবিএ নেতা আয়েজউদ্দিন জানান, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দ্রুতগতিতে বাস চলতে থাকার সময় হঠাৎ আটকে যাওয়ায় যাত্রীরা বেশ আঘাত পেয়েছেন। ১০ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ও বাকিরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের সঙ্গে লেগে যায়। এতে অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাসের চালককে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডারগুলো রাখা ছিল। এগুলো মূলত গৃহস্থালি ও থ্রি-হুইলার চালকদের কাছে বিক্রি করা হতো। বুধবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
১৫ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামের রামদাড়া নদীর ওপর নির্মিত প্রায় চার দশকের পুরোনো একটি সেতু এখন এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ।
২৯ মিনিট আগেসকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৭ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৭ ঘণ্টা আগে