Ajker Patrika

মেঘনা নদীতে হয়ে গেল ৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২: ২৫
বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা ১০০ জন সাঁতারু অংশ নেন এই প্রতিযোগিতায় অংশ নেন। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা ১০০ জন সাঁতারু অংশ নেন এই প্রতিযোগিতায় অংশ নেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ‘মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-মেল’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্সের আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা ১০০ জন সাঁতারু অংশ নেন। শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা এবং পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আজ শুক্রবার সকাল ১১টা ২ মিনিটে সোনারগাঁ উপজেলার আনন্দবাজার ঘাট থেকে সাঁতার শুরু হয়। প্রতিযোগীদের ফিনিশিং পয়েন্ট ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন মোট ৫৪ জন সাঁতারু।

৫ কিলোমিটার সাঁতরে প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল, দ্বিতীয় হয়েছেন নাজমুল হক ও তৃতীয় হয়েছেন রাব্বী মিয়া।

আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ পানিতে ডুবে মারা যায়। যার মধ্যে বেশির ভাগই শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।

৫ কিলোমিটার সাঁতরে প্রথম হন সাইফুল ইসলাম রাসেল। ছবি: আজকের পত্রিকা
৫ কিলোমিটার সাঁতরে প্রথম হন সাইফুল ইসলাম রাসেল। ছবি: আজকের পত্রিকা

সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি বোট, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘনা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে সাঁতারুদের চিকিৎসার জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম।

এই সাঁতার প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল দৈনিক আজকের পত্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত