লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় বেড়েছে কামারদের কর্মব্যস্ততা। উপজেলার মধ্যে সবচেয়ে বড় কামারশালা হচ্ছে লোহাগড়ায়। কামারের দোকানগুলোতে সারা দিন টুং-টাং শব্দ বিরাজ করছে। কোরবানির সরঞ্জাম তৈরি ও মেরামতের কর্মযজ্ঞ চলছে সেখানে।
সরেজমিনে লোহাগড়া কর্মকারপাড়া, শিয়রবর, লাহুড়িয়া মানিকগঞ্জ, দিঘলিয়া, বড়দিয়া, এড়েন্দা, কলাগাছি, কালনা বাজারের কামারের দোকানগুলোতে দেখা যায়, কেউ গলে যাওয়া লোহা হাতুড়ি দিয়ে পিটিয়ে হাতিয়ার তৈরির উপযোগী করছেন। কেউবা ছুরিতে শাণ দিচ্ছেন। উপজেলায় প্রায় ৫০টি কামারের দোকান রয়েছে। এখানে প্রায় ১০০ মানুষের কর্মসংস্থান রয়েছে। প্রতি বছর ধানের মৌসুম, কোরবানির ঈদে কামারদের ব্যস্ততা বেড়ে যায়। ধান কাটার কাস্তে, কোরবানির ঈদে ছুরি, দা, কুড়াল তৈরি ও মেরামতের কাজে ব্যস্ত থাকেন কামাররা।
স্থানীয় কামার শেখর কর্মকার জানান, পাকা লোহার তৈরি হাতিয়ার ধারালো হওয়ায় এ লোহা থেকে তৈরি প্রতি কেজি দা-বঁটি ৮০০ টাকা, বড় বঁটি প্রতিটি ৫০০ টাকা, বড় ছুরি প্রতিটি ৪০০ টাকা, কুড়াল প্রতি কেজি ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এদিকে, একটি পুরোনো হাতিয়ার মেরামত ও ধারালো করতে নেওয়া হচ্ছে ৮০ টাকা।
লোহাগড়ার বাজারের কামার উৎপাল, শ্রীবাস হাজারী, প্রবাস কর্মকার জানান, কামারের ব্যবসা আগের মতো নেই। গত বছর থেকে প্রতি কেজি কাঁচা লোহার দাম বেড়েছে ২৫-৩০ টাকা ও পাকা লোহার দাম বেড়েছে ৪৫-৫০ টাকা। এ জন্য প্রতিটি লোহার হাতিয়ারের দাম বেশি পড়ছে।
মরিচ পাশা গ্রামের মাওলানা মো. হান্নান মোল্যা বলেন, ‘কোরবানির পশু জবাই করার জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হয়। এ জন্য কামারের কাছে এসেছি ছুরি শাণ দিতে।’
ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় বেড়েছে কামারদের কর্মব্যস্ততা। উপজেলার মধ্যে সবচেয়ে বড় কামারশালা হচ্ছে লোহাগড়ায়। কামারের দোকানগুলোতে সারা দিন টুং-টাং শব্দ বিরাজ করছে। কোরবানির সরঞ্জাম তৈরি ও মেরামতের কর্মযজ্ঞ চলছে সেখানে।
সরেজমিনে লোহাগড়া কর্মকারপাড়া, শিয়রবর, লাহুড়িয়া মানিকগঞ্জ, দিঘলিয়া, বড়দিয়া, এড়েন্দা, কলাগাছি, কালনা বাজারের কামারের দোকানগুলোতে দেখা যায়, কেউ গলে যাওয়া লোহা হাতুড়ি দিয়ে পিটিয়ে হাতিয়ার তৈরির উপযোগী করছেন। কেউবা ছুরিতে শাণ দিচ্ছেন। উপজেলায় প্রায় ৫০টি কামারের দোকান রয়েছে। এখানে প্রায় ১০০ মানুষের কর্মসংস্থান রয়েছে। প্রতি বছর ধানের মৌসুম, কোরবানির ঈদে কামারদের ব্যস্ততা বেড়ে যায়। ধান কাটার কাস্তে, কোরবানির ঈদে ছুরি, দা, কুড়াল তৈরি ও মেরামতের কাজে ব্যস্ত থাকেন কামাররা।
স্থানীয় কামার শেখর কর্মকার জানান, পাকা লোহার তৈরি হাতিয়ার ধারালো হওয়ায় এ লোহা থেকে তৈরি প্রতি কেজি দা-বঁটি ৮০০ টাকা, বড় বঁটি প্রতিটি ৫০০ টাকা, বড় ছুরি প্রতিটি ৪০০ টাকা, কুড়াল প্রতি কেজি ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এদিকে, একটি পুরোনো হাতিয়ার মেরামত ও ধারালো করতে নেওয়া হচ্ছে ৮০ টাকা।
লোহাগড়ার বাজারের কামার উৎপাল, শ্রীবাস হাজারী, প্রবাস কর্মকার জানান, কামারের ব্যবসা আগের মতো নেই। গত বছর থেকে প্রতি কেজি কাঁচা লোহার দাম বেড়েছে ২৫-৩০ টাকা ও পাকা লোহার দাম বেড়েছে ৪৫-৫০ টাকা। এ জন্য প্রতিটি লোহার হাতিয়ারের দাম বেশি পড়ছে।
মরিচ পাশা গ্রামের মাওলানা মো. হান্নান মোল্যা বলেন, ‘কোরবানির পশু জবাই করার জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হয়। এ জন্য কামারের কাছে এসেছি ছুরি শাণ দিতে।’
শেরপুরে সড়ক দুর্ঘটনায় রিফাত খন্দকার (২২) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হয় ভারত থেকে। চাল আমদানির পর অনেকটাই নিয়ন্ত্রণে আসে চালের বাজার। ফলে সব ধরনের চালে দাম কমেছে তিন থেকে চার টাকা পর্যন্ত। আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে,
৩ মিনিট আগেজ্বর, দুর্বলতা ও বমি নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হন রেজিয়া বেগম (৫০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার দিনমজুর আজিজুল ইসলামের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এ জন্য বাড়ি থেকে সঙ্গে এনেছিলেন ৫ হাজার টাকা।
৮ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কারাগারের ভেতরে প্রবেশ করে। এরপর বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
১০ মিনিট আগে