Ajker Patrika

নড়াইলে ভাই-ভাতিজার হাতে বৃদ্ধ খুন

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলে লোহাগড়ায় সৈয়দ টোকন আলী (৬০) নামের এক বৃদ্ধকে তাঁর চাচাতো ভাই-ভাতিজা খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তাঁর দুই ছেলে ও এক নারী আহত হন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টোকন আলী করফা গ্রামের সৈয়দ নওয়াব আলীর ছেলে। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজন সূত্রে জানা গেছে, বাড়ির পাশে রাস্তায় চলাচলকে কেন্দ্র করে টোকন আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাই-ভাতিজাদের বিরোধ হয়। গত বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে টোকন আলীকে তাঁর চাচাতো ভাই সৈয়দ ফেরদাউস, ফেরদাউসের ছেলে সৈয়দ করিম, সৈয়দ রহিমসহ কয়েকজন ব্যক্তি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় টোকন আলীর ছেলে সৈয়দ রুবেল, রাজু এবং রুবেলের স্ত্রী মাসুমা বেগম এগিয়ে এলে তাঁরাও মারধরের শিকার হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টোকন আলীর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর সৈয়দ ফেরদাউস ও তাঁর ছেলেরা পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত