Ajker Patrika

নড়াইলে হত্যা মামলায় নারীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া শিশু শাহিন ফকির হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (৪৪), সৈয়দ লিটন (৪১), জাহিদুর রহমান মিঠু (৪৪), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও শামিমা বেগম (৬৯। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর লোহাগড়া কালাচাঁদপুর গ্রামের একটি ময়লা–আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের মো. শওকত ফকিরের ছেলে মো. শাহিন ফকির (১০) এর পঁচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলার সময় নিখোঁজ হয় শিশু শাহিন।

আসামিদের সঙ্গে শাহিনের পরিবারের দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পরদিন (১ অক্টোবর) লোহাগড়া থানায় পাঁচজনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত শিশুর চাচা মিজানুর ফকির। পরে ওই বছরের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত