মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর।
আজ বুধবার (১৮ জুন) পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে সময়মতো উপস্থিত থাকছেন না এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন না। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, জনসেবায় অনিয়ম ও চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘসূত্রতার অভিযোগও রয়েছে।
জানা গেছে, গোলাম রাব্বানী রুবেল ২০১২ সালের ১৫ অক্টোবর থেকে ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন। একই কর্মস্থলে টানা ১২ বছর ৮ মাস ধরে চাকরি করার পরও তাঁকে অন্যত্র বদলি করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই স্থানে অবস্থান করায় তিনি বেপরোয়া আচরণ করছেন। তাঁদের দাবি, এই অবস্থার সুযোগ নিয়ে ফার্মাসিস্ট রুবেল দায়িত্ব পালনে গাফিলতি করছেন, যা জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র প্রামাণিকের অভিযোগ, রুবেলের খামখেয়ালি আচরণের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে রোগীদের।
গতকাল মঙ্গলবার সরেজমিনে ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। জনমনে ক্ষোভ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে এই শোকজ জারি করা হয়েছে।
এ বিষয়ে গোলাম রাব্বানী রুবেলের মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি দায়িত্বে গাফিলতি করেন, তা কখনোই কাম্য নয়। এরই মধ্যে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর।
আজ বুধবার (১৮ জুন) পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে সময়মতো উপস্থিত থাকছেন না এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন না। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, জনসেবায় অনিয়ম ও চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘসূত্রতার অভিযোগও রয়েছে।
জানা গেছে, গোলাম রাব্বানী রুবেল ২০১২ সালের ১৫ অক্টোবর থেকে ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন। একই কর্মস্থলে টানা ১২ বছর ৮ মাস ধরে চাকরি করার পরও তাঁকে অন্যত্র বদলি করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই স্থানে অবস্থান করায় তিনি বেপরোয়া আচরণ করছেন। তাঁদের দাবি, এই অবস্থার সুযোগ নিয়ে ফার্মাসিস্ট রুবেল দায়িত্ব পালনে গাফিলতি করছেন, যা জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র প্রামাণিকের অভিযোগ, রুবেলের খামখেয়ালি আচরণের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে রোগীদের।
গতকাল মঙ্গলবার সরেজমিনে ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। জনমনে ক্ষোভ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে এই শোকজ জারি করা হয়েছে।
এ বিষয়ে গোলাম রাব্বানী রুবেলের মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি দায়িত্বে গাফিলতি করেন, তা কখনোই কাম্য নয়। এরই মধ্যে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩৪ মিনিট আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে