ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে বেতন নিতে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। এরপর তাঁরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ ২৫ নভেম্বর শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড ভালুকার হবিরবাড়ী এলাকায় অবস্থিত। গত ৯ নভেম্বর কারখানাটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কারখানায় প্রায় সাড়ে তিন শ শ্রমিক কর্মরত ছিলেন। গত ৯ নভেম্বর বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করেই কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। ওই দিন জানিয়ে দেওয়া হয়েছিল ১৫ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধা দেওয়া হবে। কিন্তু আজ তাঁরা কারখানায় বেতন নিতে এসে গেটে নোটিশ টাঙানো দেখতে পান। নোটিশে বলা হয়েছে, ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকার বিজিএমএ কার্যালয় থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে বেতন আনতে গেলে পরিবহনসহ নানা সমস্যা রয়েছে। তাই তাঁরা কারখানা থেকেই বেতন নিতে চান। কিন্তু মিল কর্তৃপক্ষ নোটিশের বাইরে কিছু করার নেই বলে জানিয়ে দেয়। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ নিয়ে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইমন বলেন, ‘বিজিএমএর সিদ্ধান্ত অনুযায়ী বেতনের বিষয়ে নোটিশ টাঙানো হয়েছে। কিন্তু শ্রমিকেরা ওই নোটিশ না মেনে মহাসড়ক অবরোধ করেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে যাই। পরে উভয়পক্ষের সঙ্গে কথা বলে আগের সিদ্ধান্ত বাতিল করে ২৫ নভেম্বর ফ্যাক্টরি থেকেই বেতন দেওয়া হবে বলে আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।’
ময়মনসিংহ শিল্প পুলিশের-৫ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘এক্সিকিউটিভ এ্যাটায়ার কারখানাটি গত ৯ নভেম্বর লে-অফ ঘোষণা করা হয়। আজ সকালে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ২৫ নভেম্বর কারখানাতেই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।’
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে বেতন নিতে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। এরপর তাঁরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ ২৫ নভেম্বর শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড ভালুকার হবিরবাড়ী এলাকায় অবস্থিত। গত ৯ নভেম্বর কারখানাটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কারখানায় প্রায় সাড়ে তিন শ শ্রমিক কর্মরত ছিলেন। গত ৯ নভেম্বর বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করেই কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। ওই দিন জানিয়ে দেওয়া হয়েছিল ১৫ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধা দেওয়া হবে। কিন্তু আজ তাঁরা কারখানায় বেতন নিতে এসে গেটে নোটিশ টাঙানো দেখতে পান। নোটিশে বলা হয়েছে, ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকার বিজিএমএ কার্যালয় থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে বেতন আনতে গেলে পরিবহনসহ নানা সমস্যা রয়েছে। তাই তাঁরা কারখানা থেকেই বেতন নিতে চান। কিন্তু মিল কর্তৃপক্ষ নোটিশের বাইরে কিছু করার নেই বলে জানিয়ে দেয়। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ নিয়ে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইমন বলেন, ‘বিজিএমএর সিদ্ধান্ত অনুযায়ী বেতনের বিষয়ে নোটিশ টাঙানো হয়েছে। কিন্তু শ্রমিকেরা ওই নোটিশ না মেনে মহাসড়ক অবরোধ করেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে যাই। পরে উভয়পক্ষের সঙ্গে কথা বলে আগের সিদ্ধান্ত বাতিল করে ২৫ নভেম্বর ফ্যাক্টরি থেকেই বেতন দেওয়া হবে বলে আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।’
ময়মনসিংহ শিল্প পুলিশের-৫ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘এক্সিকিউটিভ এ্যাটায়ার কারখানাটি গত ৯ নভেম্বর লে-অফ ঘোষণা করা হয়। আজ সকালে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ২৫ নভেম্বর কারখানাতেই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে