Ajker Patrika

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় চাঁদাবাজির মামলায় কৃষক দলের নেতা ফজল হককে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়েছে।

এর আগে সোমবার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি (পশ্চিম) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

গ্রেপ্তার ফজল হক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার পাটলী গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ফজল হকের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালত পূর্বধলা থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। আজ (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা. রতন মিয়া বলেন, গ্রেপ্তার ফজল হক ও মামলার বাদী একই বাড়িতে বসবাস করেন। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে কৃষক দলের নেতা ফজল হককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত