Ajker Patrika

বাকৃবির সমাবর্তনে দিনের কর্মসূচিতে রাতের সময়সূচি

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৫
বাকৃবির সমাবর্তনে দিনের কর্মসূচিতে রাতের সময়সূচি

অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ড ছাপিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে দাওয়াত কার্ডের সময়সূচিতে ভুল লক্ষ করা গেছে। দুপুর ১২টার কর্মসূচিতে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে। 

অষ্টম সমাবর্তনের দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। সেখানে দেখা গেছে, অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ডটির অনুষ্ঠানসূচির ইংরেজি ভার্সনে দুপুর ১২টার সময় উল্লেখ না করে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে। 

এমন ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সমালোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল। যেখানে মধ্যরাতের সময়সূচিতে অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে। এই ভুলের মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, সমাবর্তনের দাওয়াত কার্ড প্রকাশ করার দায়িত্বে আছেন অষ্টম সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম। তিনি বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তাঁরা টাইপ করে ফেলেছেন। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনো অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তা জানা নেই।’

দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘আমি অনুমতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দাওয়াত কার্ডটি প্রকাশ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত